বাংলা হান্ট ডেস্ক: এবার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর। কারণ, বেলেঘাটা থেকে কবি সুভাষ রুটে শুরু হতে চলেছে সিবিটিসি বা কমিউনিকেশন বেসড ট্রেঞ কন্ট্রোল সিস্টেম চলাচল। তাছাড়া, সোমবার থেকে অরেঞ্জ লাইনে শুরু হবে এই পদ্ধতিতে চলাচল। এছাড়াও, পরবর্তী সপ্তাহের প্রথমদিন থেকে ৬০টি পরিবর্তে ৬২ টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
চালক ছাড়াই চলবে মেট্রো! নতুন রুটে সময় বাঁচবে হাজারো যাত্রীর (Kolkata Metro)
বর্তমানে মেট্রোর (Kolkata Metro) প্রতিটি রুটের যাত্রীদের চাপ বাড়ছে। তার জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে মেট্রোর সংখ্যা বাড়ানো। যার ফলে দুটি মেট্রোর সময়ের ব্যবধান কমানোর প্রয়োজন। যার জন্য দরকার উন্নত সিগন্যাল ব্যবস্থা। এবার সেটাই অরেঞ্জ লাইনের কার্যকর করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মেথি জলের উপকার বহু, কিন্তু কোন মানুষদের জন্য বিপদ বাড়ায় জানেন?
কারণ এই ব্যবস্থার মাধ্যমে দুটি ট্রেনের মধ্যে কমতে চলেছে সময়। পাশাপাশি দুর্ঘটনাও কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও অরেঞ্জ লাইনে এই সিস্টেম চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার অর্থাৎ ২৪ নভেম্বর থেকে কবি সুভাষ থেকে বেলেঘাটা রুট পর্যন্ত সারটির বদলে ৬২টি করে মেট্রো চলাচল করানো হবে।
অপরদিকে কবি সুভাষ থেকে বেলেঘাটার দিকে পরিষেবা সকাল ৮ টার পরিবর্তে শুরু হবে ৭টা ৪০ মিনিট থেকে। অপরদিকে বেলেঘাটা থেকে কবি সুভাষের দিকে পরিষেবা পাওয়া যাবে ৮টা ১০ মিনিটে।
অন্যদিকে কবি সুভাষ থেকে বেলেঘাটার শেষ পরিষেবা পাওয়া যাবে ৮:২০ মিনিটে। বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ পরিষেবা পাওয়া যাবে ৮:৪৫ মিনিটে। আর এই পরিষেবা চালু হলে বেলেঘাটা থেকে কবি সুভাষ অর্থাৎ অরেঞ্জ লাইনে মেট্রো (Kolkata Metro) যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধার হবে বলে মনে করা হচ্ছে।












