স্বাধীনতা দিবসের জব্বর চমক, চাকা গড়াবে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর! মোদীর হাত ধরেই উদ্বোধন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আগামী সপ্তাহেই ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে ভারত। তার আগেই এল বড় খবর। দারুণ উপহার পেতে চলেছে শহর কলকাতা, তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে! অবশেষে চালু হতে চলেছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো (Kolkata Metro)। জল্পনা বলছে এমনটাই। আগামী সপ্তাহেই নাকি হতে পারে উদ্বোধন।

চালু হতে চলেছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো (Kolkata Metro)?

গুঞ্জন বলছে, অবশেষে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চালু হতে চলেছে মেট্রো (Kolkata Metro) পরিষেবা। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই নাকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই রুটের। এ বিষয়ে এখনও সরকারি ঘোষণা না হলেও জল্পনা তুঙ্গে উঠেছে ইতিমধ্যেই। কলকাতা মেট্রোয় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটটি সক্রিয় রয়েছে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্তও চলছে মেট্রো (Kolkata Metro)।

Kolkata Metro to start sealdah esplanade route

 

বউবাজার অংশেও মিলেছে মেট্রো চালানোর অনুমতি: বউবাজার অংশে কাজ করার সময় অবশ্য বারেবারে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে বারেবারে। জল বেরোনোর সমস্যাও হয়েছে বহুবার। তবে সেসব সামলে আপাতত এই অংশেও মেট্রো (Kolkata Metro) চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে রেলওয়ে সেফটি কমিশনারের তরফে। টানেলের ভেতরে বসেছে লোহার পাত।

আরও পড়ুন : ফের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা পাকিস্তানের মুখে! মুনিরকে পালটা জবাবে ‘অওকাত’ বোঝাল ভারত

রয়েছে নতুন আপডেট: উল্লেখ্য, বউবাজার অংশের উদ্বোধন হলে হাওড়া ময়দান থেকে সরাসরি সেক্টর ফাইভকে সংযুক্ত করবে মেট্রো (Kolkata Metro)। পাশাপাশি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটের যাত্রীদের জন্যও রয়েছে নতুন আপডেট। আগামী ১১ ই অগাস্ট থেকেই তিনটি রুটে প্রথম মেট্রোর সময় এগিয়ে আনা হচ্ছে।

আরও পড়ুন : সেপ্টেম্বরেই মোদী-জেলেনস্কি সাক্ষাৎ, ইউক্রেনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে ট্রাম্পকে যোগ্য জবাব ভারতের

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে প্রথম মেট্রো মিলবে সকাল সাড়ে ছটায়। আগে তা ছিল সকাল সাতটায়। ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রুটে প্রথম মেট্রোর সময় ২০ মিনিট এগিয়ে আনা হচ্ছে। সোম থেকে শনি গ্রিন লাইন ১ এ ১০৬ থেকে বাড়িয়ে ১০৮ টি মেট্রো করা হয়েছে আপ ডাউন মিলিয়ে।