বাংলাহান্ট ডেস্ক : নতুন গতি পেয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। সম্প্রতি নতুন একাধিক লাইনে মেট্রো সম্প্রসারণের পর ঢল নেমেছে যাত্রীদের। আয় বেড়েছে মেট্রোর। কিছুদিন আগেই বাংলায় এসে তিনটি নতুন মেট্রো (Kolkata Metro) লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জোকা-ধর্মতলা রুট নিয়েও এল বড় আপডেট।
জোকা-ধর্মতলা রুটেও মেট্রো (Kolkata Metro) চালুর প্রস্তুতি
ইস্ট ওয়েস্ট মেট্রোর সাফল্যের পর এবার জোকা-ধর্মতলা রুটেও মেট্রোর (Kolkata Metro) কাজ দ্রুত গতিতে শেষ করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই মোট দশটি ট্রেনের বরাত দেওয়া হয়েছে। ডাকা হয়েছে টেন্ডার। জানা যাচ্ছে, মোট ৯০০ কোটি টাকা খরচ করা হচ্ছে এর জন্য। এই রুটে খিদিরপুর থেকে আন্ডারগ্রাউন্ডের কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
কাজ শেষ হচ্ছে দ্রুতগতিতে: জানা যাচ্ছে, কলকাতা মেট্রোর (Kolkata Metro) ক্ষেত্রে যে দুটি রুটের দিকে এখন রেলের ফোকাস রয়েছে তার মধ্যে অন্যতম জোকা থেকে ধর্মতলা বা এসপ্ল্যানেড পর্যন্ত রুটটি। এই রুটে মেট্রোর (Kolkata Metro) কাজ দ্রুত গতিতে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর কাজ সম্পূর্ণ হওয়ার পর পরিষেবা চালু করতে যাতে দেরি না হয় তার জন্য আগে থেকেই ট্রেনের বরাত দিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : ওলটপালট সব স্লট, প্রকাশ্যে ‘জোয়ার ভাঁটা’র সম্প্রচার সময়, কোন মেগার কপাল পুড়ল?
বরাত দেওয়া হয়েছে ট্রেনের: যেমনটা জানা যাচ্ছে, মোট দশটি ট্রেনের বরাত দেওয়া হয়েছে। এই ট্রেনগুলি (Kolkata Metro) হবে আট কোচের। টেন্ডারও ডাকা হয়েছে ইতিমধ্যে। আলোচনা শেষে ঠিক হবে কারা বরাত পাবে। আরও জানা যাচ্ছে, প্রয়োজন অনুসারে, গড়িয়া থেকে বিমানবন্দর রুটেও চালানো হতে পারে ট্রেনগুলি।
আরও পড়ুন : পরীক্ষার জন্য বদল সময়সূচী, রবিবার ব্লু-গ্রিন লাইনে কখন মিলবে প্রথম মেট্রো?
কিছুদিন আগে প্রধানমন্ত্রীর হাত ধরে তিনটি নতুন রুটে মেট্রো পেয়েছে শহরবাসী। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর- এই তিনটি রুটে শুরু হয়েছে মেট্রো। যাত্রী পরিষেবা শুরুর দিন থেকেই উপচে পড়া ভিড়। যারা সল্টলেক সেক্টর ফাইভে আসেন কর্মসূত্রে তাদের প্রচুর সুবিধা হয়েছে মেট্রো (Kolkata Metro) রুট উদ্বোধন হওয়াতে। অনেকটাই সময় সাশ্রয় হচ্ছে এতে।