বাংলাহান্ট ডেস্ক : পিলারে দেখা দিয়েছিল ফাটল। তারপরেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় কবি সুভাষ মেট্রো স্টেশন। এবার এই স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। কবে থেকে খুলবে স্টেশন? আর কতদিন দুর্ভোগ পোহাতে হবে নিত্যযাত্রীদের?
কবে খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন (Kolkata Metro)?
কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, এখনই স্টেশন খোলার কোনও সম্ভাবনা নেই। পুরো স্টেশনটাই ভেঙে ফেলে বানাতে হবে নতুন করে। এ বিষয়ে ই টেন্ডার জারি করেছে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। মোট ২১ টি পিলার রয়েছে কবি সুভাষ স্টেশনে (Kabi Subhash Metro Station)। তার মধ্যে চারটি স্তম্ভে ধরা পড়েছে ফাটল। তবে গুঞ্জন বলছে অন্য কথা। শুধু চারটি নয়, স্টেশনের একাধিক স্তম্ভে ধরা পড়েছে ফাটল। এছাড়াও রয়েছে কর্মী সঙ্কট। জানা যাচ্ছে, অনুমোদিত সংখ্যার তুলনায় প্রায় ৪০ শতাংশ কর্মী কম আছে এই স্টেশনে।
যাত্রীদের ভোগান্তির একশেষ: নতুন করে একটি স্টেশন তৈরি করতে অন্ততপক্ষে ৯ থেকে ১০ মাস সময় তো লাগবেই। সময়টা বেড়ে এক বছরও হতে পারে। ফলত নিত্যযাত্রীদের ভোগান্তি যে সবে শুরু তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, নিউ গড়িয়া অঞ্চলের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন। কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের শেষ স্টেশন কবি সুভাষ। প্রতিদিন প্রায় হাজার হাজার যাত্রী যাতায়াত করে এই স্টেশনে। সোমবার থেকে স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে নিত্যযাত্রীদের।
আরও পড়ুন : আমূল বদলে যাচ্ছে নিয়ম, SIR জল্পনার মাঝেই ভোটার কার্ড নিয়ে এল বড় আপডেট
একাধিক স্টেশনে রয়েছে সমস্যা: গত এক বছরে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) একাধিক সমস্যা ধরা পড়েছে। একাধিক স্টেশনেই ধরা পড়েছে রক্ষণাবেক্ষণের ত্রুটি। পার্ক স্ট্রিট স্টেশনে বর্ষার জমা জল ডি ওয়াল দিয়ে মেট্রো স্টেশনের ভেতরে জল থইথই অবস্থা করে ফেলে।
আরও পড়ুন : ‘তারিখ পে তারিখ’! ভোগান্তির শেষ কবে? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় আপডেট দিলেন দেব
চাঁদনি চক এবং সেন্ট্রাল স্টেশনের মাঝেও জল পড়তে দেখা গিয়েছে। কবি নজরুল মেট্রো স্টেশনের শেড দমকা হাওয়ায় উড়ে গিয়েও মহা বিপত্তি হয়েছিল। এমতাবস্থায় অন্যান্য স্টেশনগুলিতেও রক্ষণাবেক্ষণের কতটা প্রয়োজন রয়েছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।