অভূতপূর্ব সাফল্য কলকাতা মেট্রোর, পুজোর মুখেই গড়ল ইতিহাস

Published on:

Published on:

Kolkata Metro unprecedented success of history created on the eve of puja

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা মেট্রোর (Kolkata Metro)মুকুটে জুড়লো নতুন এক পালক। সম্প্রতি কলকাতা মেট্রোরেলের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে ১.০৯.২০২৫ তারিখে কলকাতা মেট্রোরেল এর সমস্ত করিডোর জুড়ে প্রায় ৮.০৭ লক্ষ যাত্রী পরিবহন করেছে। যার মধ্যে ব্লু লাইনে প্রায় ৫.৮৪ লক্ষ যাত্রী ভ্রমণ করেছে। আর এই যাত্রী সংখ্যা কলকাতা মেট্রোরেলে নতুন এক পালক যুক্ত করল।

কলকাতা মেট্রোর ঐতিহাসিক সাফল্যে খুশির হাওয়া সর্বত্রয় (Kolkata Metro)

কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) তরফ থেকে জানানো হয়েছে ১ সেপ্টেম্বর ব্লু লাইনে সর্বাধিক ৬৬,০০০ বেশি যাত্রী যাতায়াত করেছেন। এছাড়াও এক্সপ্ল্যানেড ও রবীন্দ্রসদনে যাত্রীসংখ্যা যথাক্রমে ছিল ৫৭০০০ এর বেশি। এর পাশাপাশি গ্রিন লাইনে সেপ্টেম্বরের প্রথম দিনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের মধ্যে ২.০৪ লক্ষ যাত্রী যাতায়াত করেন।

 Kolkata Metro unprecedented success of history created on the eve of puja

আরও পড়ুন: গুজরাট ও মায়ানমারের সস্তায় ইলিশে জমজমাট মানিকতলা ও গড়িয়াহাট, সকাল থেকেই ভিড় ক্রেতাদের

এছাড়াও, এই একই করিডোরে শিয়ালদহ মেট্রো স্টেশনে সর্বাধিক ৪৯০০০ এরও বেশি যাত্রী যাতায়াতের জন্য মেট্রো পরিষেবা নেন। হাওড়া ময়দানের এই মেট্রো যাত্রী পরিষেবার সংখ্যা ছিল ২৫৫০০।

প্রসঙ্গত, উৎসবের মরশুম সেপ্টেম্বরের প্রথম দিন ব্লু লাইন ছাড়াও বাকি লাইনগুলো অর্থাৎ হলুদ, কমলা, বেগুনি লাইনে যাত্রী সংখ্যা ছিল নজরকাড়া। এই উৎসবের মরশুমে মেট্রোতে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার, যাত্রীদের কথা মাথায় রেখে ডিজিটাল টিকিটের বিকল্প সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস ও গাইডের সহায়তায় বিশেষ প্রচারণা চলছে।

এছাড়াও, যাত্রীদের গুগল প্লেস্টোর এবং অ্যাপ স্টোর থেকে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ডাউনলোড করার জন্য অনুরোধ করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা যাত্রীদের এই ব্যবহারকারী-বান্ধব অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন তাও নির্দেশনা দিচ্ছেন।