অলিগলিতেই এবার ‘স্বয়ংক্রিয় ঝাড়ু’, ২০টি মিনি সুইপার নামাচ্ছে পুরসভা

Published on:

Published on:

Kolkata Municipal Corporation brings new smart sweepers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা শহরের সাফাই ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে তৎপর হল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এবার অলিগলি থেকে বড় রাস্তায়, সব জায়গায় আরও মসৃণ ও কার্যকর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অত্যাধুনিক ব্যাটারিচালিত ও সিএনজিচালিত মেকানিক্যাল সুইপার আনছে পুরসভা। বুধবার মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

২০টি মিনি মেকানিক্যাল সুইপার আনছে পুরসভা (Kolkata Municipal Corporation)

শহরের সরু গলি এবং ছোট রাস্তাগুলিতে বড় মেকানিক্যাল সুইপার ঢোকাতে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়ছিল পুরসভা (Kolkata Municipal Corporation)। সেই বাধা দূর করতেই এবার কেনা হচ্ছে ছোট সাইজের ব্যাটারিচালিত ‘স্বয়ংক্রিয় ঝাড়ু’ বা মিনি মেকানিক্যাল সুইপার। মোট ২০টি ছোট সুইপার আনা হচ্ছে বলে খবর। পুরসভা সূত্রে আরও জানানো হয়েছে, এগুলির প্রস্থ মাত্র ৬ থেকে সাড়ে ৬ ফুট, ফলে অলিগলিতেও স্বচ্ছন্দে ঢুকে কাজ করতে পারবে। একবার চার্জ দিলে মেশিনগুলি টানা আট ঘণ্টা চলতে পারে।

পুরকর্তারা জানাচ্ছেন, মুম্বই, ইন্দোর এবং নাসিকের সড়কেও আগেই এই ধরনের ছোট সুইপারে সফলভাবে সাফাই হচ্ছে। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) প্রতিনিধি দল সেসব শহর থেকে মেশিনের কাজকর্ম দেখে এসেছে। তাঁদের দাবি, পারফরম্যান্স আশানুরূপ হওয়ায় শহরেও কার্যকারিতা বাড়বে।

পাশাপাশি বড় রাস্তাগুলির জন্য আনা হচ্ছে আরও আধুনিক, বড় আকৃতির সিএনজিচালিত ‘অল ইন ওয়ান’ মেকানিক্যাল সুইপার। এখানেও শুরুতেই কেনা হবে ২০টি মেশিন। এগুলি শুধু ঝাড়ু দেওয়া নয়, ভ্যাকুয়াম ক্লিনারের মতো ধুলো টেনে নেওয়ার পাশাপাশি স্প্রিংকলারের মাধ্যমে রাস্তা ভিজিয়েও দেবে। ফলে ধুলো উড়বে না ও সাফাই হবে আরও কার্যকরভাবে।

Kolkata Municipal Corporation brings new smart sweepers

আরও পড়ুনঃ বাংলা না জানলে ‘বাদ’! WBCS-এ বাঙ্গালীদের জন্য চওড়া হল রাস্তা, নতুন শর্তে তুঙ্গে উত্তেজনা

পুরকর্তারা জানান, “করোনা-কালে ২০টি পুরোনো মডেলের মেকানিক্যাল সুইপার কেনা হয়েছিল। কিন্তু সেগুলির পারফরম্যান্স সন্তোষজনক নয়। ধুলো উড়ে কাজ করাও কঠিন হয়ে পড়ে। তাই এবার উন্নত প্রযুক্তির সুইপার কেনার সিদ্ধান্ত হয়েছে।” সব মিলিয়ে বড় ও ছোট মোট ৪০টি নতুন মেকানিক্যাল সুইপার কেনার জন্য বাজেট রাখা হয়েছে ৮৪ কোটি টাকার বেশি। পুরসভা (Kolkata Municipal Corporation) মনে করছে, নতুন প্রযুক্তির এই মেশিনগুলি শহরের সাফাই ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।