বাংলা হান্ট ডেস্ক: আর যত ইচ্ছা জল খরচ নয়! এবার ঘরে ঘরে জলের মিটার (Water Meter) বসাচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। জল অপচয় রুখতে এই নয়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা পুরসভার (KMC) ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে মিটার লাগানোর কাজ সমাপ্ত হয়েছে। দেখা যাচ্ছে, সেখানে এই মিটার লাগানোর ফলে প্রায় ৫২ শতাংশ জল কম খরচ হচ্ছে অর্থাৎ অর্ধেকেরও বেশি জল অপচয় বন্ধ হয়েছে। অর্থাৎ, জল (Water) অপচয় রুখতে কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে সুফল মিলেছে।
জানা যাচ্ছে, এবার থেকে জলের নতুন সংযোগ নিলেই মিটার বসাতে হবে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে মিটার বসালেই যে জল কর (Water Tax) নেওয়া হবে, এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি। মেয়র জানিয়েছেন, কলকাতা পুরসভার লক্ষ্য হল জলের অপচয় বন্ধ করা। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জল নষ্ট হলে জরিমানা করারও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
মেয়রের কথায়, প্রত্যেক নাগরিক যাতে পরিস্রুত জল পান, সেটাই কলকাতা পুরসভার মূল লক্ষ্য। কিন্তু জলের অপচয় বন্ধ করতে প্রতিটি এলাকায় প্রচার চালানোর উপর জোর দেওয়া হবে।
উল্লেখ্য, জলের অপচয় কমানোর জন্য ২০১৭ সালের অগাস্ট মাস থেকে কলকাতা পুরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে কাশীপুর থেকে বেলগাছিয়া অঞ্চল পর্যন্ত মিটার বসানোর কাজ শুরু হয়। দেখা যায়, ওই অঞ্চলে মিটার বসানোর পর ৫২ শতাংশ জলের অপচয় রোধ করা গিয়েছে। সমীক্ষা বলছে, ভারতে একজন নাগরিক দৈনিক ১৫০ লিটার জল ব্যবহার করেন। কিন্তু কলকাতা পুরসভার ক্ষেত্রে মাথাপিছু ৩০০ থেকে ৪০০ লিটার জল সরবরাহ করা হয়। আর সেই কারণেই জলের অপচয় রুখতে এই মিটার বসানোর পরিকল্পনা কলকাতা পুরসভার। ধীরে ধীরে কলকাতার (Kolkata) বাকি অংশেও মিটার লাগানো হবে।