একবার চার্জ দিলেই চলবে 240 কিমি! নামমাত্র দামে ঘরে আনুন এই দমদার ইলেকট্রিক সাইকেল

বাংলা হান্ট ডেস্ক : ই-বাইকের (E Scooter) দুনিয়ায় কড়া টক্কর দিতে এবার বাজারে আসছে কগা পেস বি05 (KOGA Pace B05)। সংস্থার দাবি, এই ইলেকট্রিক সাইকেলটি (Electric Cycle) সিঙ্গেল চার্জে 240 কিলোমিটার। হালফিলের সময়ে যে সব স্কুটার বাজারে লঞ্চ হয়েছে তাদের মধ্যে এই পরিমাণ রেঞ্জ কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায়না। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই এই বাইকের বিস্তারিত বিবরণ।

প্রথমেই বলি, নজরকাড়া এই ই-সাইকেলে রয়েছে 750 ওয়াটের ব্যাটারি। সঙ্গে দেওয়া হয়েছে 250 ওয়াট ইলেকট্রিক মোটর। সংস্থার দাবি, এই সাইকেলটি সর্বোচ্চ 85 Nm টর্ক তৈরি করতে সক্ষম। সাম্প্রতিক লঞ্চ হওয়া এই ই বাইকের সর্বোচ্চ গতিবেগ 25 কিলোমিটার প্রতি ঘন্টা বলে দাবি করেছে সংস্থাটি।

কগা পেস বি05 এই সাইকেলটিতে রয়েছে দুটি পাওয়ার মোড, যথাক্রমে ইকো এবং ওয়াক অ্যাসিস্ট। উল্লেখ্য, ইকো মোডে ব্যাটারির ব্যবহার বেশি হয়। অন্যদিকে ওয়াক মোডে প্যাডেল করে সাইকেলকে এগিয়ে নিয়ে যেতে হয় রাইডারকে। চালকের সুবিধার জন্য সেখানে রয়েছে 11 গতির Shimano গিয়ার সিস্টেম। জেনে অবাক হবেন যে, এতকিছু ফিচার্স সহ এই সাইকেলের ওজন মাত্র ২৮ কেজি।

koga pace b20 '21 (5)

পাশাপাশি এতে রয়েছে, Hydraulic ডিস্ক ব্রেক সহ Super Moto X টায়ার, LED হেডলাইট, হেড টিউব লাইট এবং কিক স্ট্যান্ড। দামের কথা বললে, এইমুহুর্তে সাইকেলটির দাম রয়েছে 5299 ইউরো। ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা রয়েছে Koga Pace B05-র। আপাতত ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফ্রান্সেই শুধুমাত্র বিক্রির জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর