বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির আগে খুশির খবর! এবার প্রায় পৌনে ২ কোটি উপভোক্তার কাছে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) পৌঁছে দেওয়ার উদ্যোগ। আলোর উৎসবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder) পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh)।
জানা গিয়েছে, পিএম উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় এই বিনামূল্যে সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যার জেরে যোগী রাজ্যে বহু গরিব পরিবারে নতুন করে আলো ফুটল এই দীপাবলির (Diwali) উৎসবে। আগামী দোলযাত্রার (Dol Yatra) সময় ফের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।
জানা গিয়েছে, এই প্রকল্পের খরচ হবে ২ হাজার ৩১২ কোটি টাকা। লখনউয়ের লোক ভবনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, ‘আসলে ২০২২ সালে উত্তরপ্রদেশে ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটাই পালন করা হচ্ছে। লোক কল্যাণ সংকল্পপত্রের সেই প্রতিশ্রুতি পালন করা হয়েছে। ২০১৪ সালের আগে মানুষ তো গ্যাস কানেকশনের (Gas Connection) কথাই ভাবতেই পারতেন না। তবে এখন মানুষকে গ্যাসের কানেকশন নেওয়ার জন্য আর প্রতারণার মধ্যে পড়তে হয় না। একটা সময় ছিল যখন গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষরা গ্যাসের সংযোগ পেতেন না। মানে ভাবতেই পারতেন না তারা। তবে এখন পরিস্থিতির বদল হয়েছে। বিগত দিনে গ্যাসের কানেকশনের জন্য দীর্ঘ লাইন পড়ত। এখন সেই ছবি আর নেই।’
২০১৬ সালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (PM Narendra Modi) পিএম উজ্জ্বলা যোজনা শুরু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে গরিব মানুষেরা যাতে গ্যাসে রান্না করতে পারেন সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার যোগী রাজ্যে সেই গরিব মানুষের হাতে ফ্রি-তে গ্যাস সিলিন্ডার তুলে দেওয়া হল। উল্লেখ্য, বর্তমানে উজ্জ্বলা যোজনার আওতায় প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৩০০ টাকা করে ভর্তুকি মেলে।