বাংলা হান্ট ডেস্ক: একদিকে শীতকাল, তার ওপর সপ্তাহের শেষে বাড়িতে থাকতে কারোরই মন চায় না। কিন্তু বেশি খরচ করে কোথাও ঘুরতে যাব এই মুহূর্তে সম্ভব নয় আপনার। অল্প খরচের মধ্যে ঘুরতে যেতে চাইছেন আপনি। কিন্তু কোথায় যাবেন তা ঠিক করতে পারছেন না। তবে বেশির টাকা নয় পকেটে মাত্র ১০০ টাকা থাকলে আপনি ঘুরে দেখতে পারবেন কলকাতা (Kolkata)। যেখানে দেখতে পারবেন তিলোত্তমার ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্য। পাশাপাশি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন শহরটাকে। আজকের প্রতিবেদনে রইল তেমনি পাঁচটি জায়গার কথা, যেখানে ১০০ টাকা থাকলে ঘুরে দেখা যাবে।
কম খরচে কলকাতার আনন্দ, ১০০ টাকায় ৫ জায়গা ঘুরে দেখুন (Kolkata)
পোস্টাল মিউজিয়াম: এই ডিজিটাল মাধ্যমে যুগে ডাক বাক্সের ইতিহাস জানার ইচ্ছে কি আপনারও রয়েছে। তাহলে চলে যেতে পারেন কলকাতার (Kolkata) এই পোস্টাল মিউজিয়ামে। যেখানে গেলে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের লেটার বক্স। পাশাপাশি এখানে রয়েছে ধাতব স্ট্যাম্প প্যাড। ডাকপিওনদের ব্যবহৃত রেক্সিন ও চামড়ার ব্যাগ, টুপি ও পোশাক। অবশ্যই আপনি বিনামূল্যেই ঘুরে দেখতে পারবেন এই মিউজিয়ামটি।

আরও পড়ুন: ভোটের আগে যাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত ট্রেন চালুর ঘোষণা রেলের
মেটক্যাফে হল: এক সময় কলকাতা লাইব্রেরী ছিল এই স্থাপত্য। তবে এর পরিণত হয়েছে মিউ মিউজিয়ামে। স্ট্যান্ড রোডের ওপর অবস্থিত এই হলটি। এখানে আসলে কলকাতার ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যকে খুঁজে পাবেন এই মিউজ়িয়ামে। পাশাপাশি এখানেই রয়েছে কলকাতার প্রথম অডিও ভিজ্যুয়াল মিউজ়িয়াম। আর এখানের প্রবেশমূল্য মাত্র ২০ টাকা।
পোস্টাল ক্যাফে: সারাদিন ঘোরাঘুরি করে যদি হাঁপিয়ে যান, অথবা আপনার চা খাওয়ার নেশা থাকে তাহলে আপনি যেতে পারেন এই ক্যাফেতে। কলকাতা জেনারেল পোস্ট অফিসের মধ্যেই রয়েছে এই ক্যাফে। কলকাতার থিম ক্যাফের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হয়েছে এটি। পাশাপাশি এখানে এক কাপ চায়ের দাম ৫০ টাকা। তাই এখানে ১০০ টাকার মধ্যে কিছু টাকা খরচ করতে পারেন।
সেন্ট জনস চার্চ: কলকাতার অন্যতম প্রাচীনতম চার্চ এটি। বেলে পাথর দিয়ে তৈরি করা হয়। এখানে জানলাগুলো রঙিন কাজ দিয়ে তৈরি। এছাড়াও এখানে রয়েছে ওয়ারেন হেস্টিংসের অফিসঘর। বিকেলবেলা আপনি ঘুরতে গেলে দেখতে পাবেন শহর কলকাতার অপূর্ব রূপ। তাছাড়া এখানে প্রবেশ মূল্য মাত্র ২০ টাকা।
আরবিআই মিউজিয়াম: দুপুরের খাওয়া দাওয়া করে সপ্তাহ আনতে যদি কোথাও ঘুরতে যান তাহলে যেতে পারেন কলকাতার আরবিআই মিউজিয়ামে। এর ঠিকানা হল ৮ নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট ভবন। এখানে আসলে পরে আপনি ভারতীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের এবং বিভিন্ন সময়কালের মুদ্রার ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ঢোকার জন্য আপনাকে প্রবেশ মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না (Kolkata)।












