বাংলাহান্ট ডেস্ক : সামান্য একটি মজার ভিডিও। আর তারই জেরে পুলিসের হুমকির সামনে পড়লেন তিন যুবক। ‘The Bash Boy’ নামে একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডও আপলোড করা হয়। নিতান্তই মজার ভিডিও। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কর্মসংস্থান নিয়ে কিছু মন্তব্য মারাত্মক ভাবে ট্রোল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই রকমই একটি মন্তব্যের রূপান্তর করে ভিডিও বানায় ওই তিন যুবক। তারপরই লালবাজার থেকে ফোন করে তাঁদের ভিডিও ডিলিট করার নির্দেশ দেওয়া হয়। ঘটনা নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম।
‘The Bash Boy’ পেজ থেকে আপলোড হওয়া মজার ভিডিওকে ডিলিট করতে বলা হল লালাবাজার থেকে। এই পুরো ঘটনা সকলের সামনে আনেন ওই ফেসবুক পেজেরই তিন যুবক। গত শুক্রবার তারা একটি ভিডিও আপলোড করে তাদের পেজ থেকে। ওই ভিডিওতে তাঁরা খোলাখুলি জানায় কিভাবে তাঁদের ভিডও করতে ফোন করা হয় লালবাজার থেকে। এমনকি ওই পুলিস কর্তার সঙ্গে তাঁদের কথোপকথনের অডিও ক্লিপও আপলোড করেন তাঁরা। এই ভিডওটি ইতিমধ্যেই মারাত্মক ভাইরাল।
আপলোড করা ওই অডিও ক্লিপটিতে শোনা যাচ্ছে এক পুলিস আধিকারিকের কণ্ঠস্বর। তিনি বলেন, ‘তোমরা ফেসবুকে চা ঘুগনি বেচে কোটিপতির একটি ভিডিও করেছ? ওটাকে এক্ষুনি ডিলিট করো। ১০০ খানা কম্প্লেন এসেছে তোমার বিরুদ্ধে।’ তখন ওই যুবকের মধ্যে এলজন জানতে চান কে অভিযোগ করল? আর কেনই বা করল? এর উত্তরে রীতিমতো হুমকি দিয়ে বলেন, ‘কে অভিযোগ করল তা কি তোমায় বলতে হবে নাকি? আগে ভিডিও ডিলিট করো তারপর কথা বলব।’
কষ্ট করে বানানো ভিডওকে ডিলিট করে দিতে বাধ্য হয় ওই তিন যুবক। শুক্রবারের আপলোড করা ভিডিওতে বার বার তাঁদের আক্ষেপ ফুটে উঠেছে। ভিডিওতে তাঁদের বলতে শোনা যায়, ‘আমরা কাউকে আঘাত করে ভিডও বানাইনি। মমতাদিকেও আমরা আঘাত করিনি। শুধু মানুষকে মজা দিতেই আমরা ভিডও বানাই। আর কোনও দিন আমরা কোনও রাজনৈতিক বিষয় নিয়ে আর কোনও দিন ভিডিও বানাবো না।’ পুলিসের এই হুমকি ফোনের সমালোচনা উঠে আসছে বিভিন্ন স্তর থেকে। সমালোচনার উঠেছে সোশ্যাল মিডিয়াতেও।