কার্নিভালের আগেই বিপত্তি, কুণাল ঘোষের পুজোর ট্যাবলোয় ধাক্কা ট্যাক্সির! ক্ষতিগ্রস্ত প্রতিমা

বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপুজো’-র (Durga Puja) সমাপ্তি। বিজয়া দশমীর ঠিক তিন দিনের মাথায় এদিন অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল। কলকাতার প্রায় ১০০ টি পুজো কমিটি অংশগ্রহণ করতে চলেছে এই অনুষ্ঠানে। তবে এর মাঝেই এদিন ঘটে গেল পথ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পুজো কমিটি রামমোহন সম্মিলনী।

উল্লেখ্য, গত দু’বছর করোনার কারনে সেরকমভাবে অনুষ্ঠিত হয়নি কার্নিভাল। তবে এ বছর করোনার প্রকোপ কমায় জাঁকজমকপূর্ণভাবেই হতে চলেছে এই অনুষ্ঠান, যেখানে কলকাতার প্রায় ১০০ টি পুজো কমিটি স্থান পেতে চলেছে। একই সঙ্গে এ সকল পুজোগুলি দেখতে পারবেন হাজার হাজার দর্শনার্থীরা।

এদিনের কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপাল এবং অন্যান্য একাধিক নেতা-মন্ত্রীরা থাকতে চলেছেন এই অনুষ্ঠানে। কার্নিভাল উপলক্ষ্যে মোট চারটি মঞ্চে সাধারণ দর্শকদের পাশাপাশি বিদেশিরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তবে এর মাঝেই এদিন সকাল হতেই পথ দুর্ঘটনার কবলে রামমোহন সম্মিলনীর পুজো।

সূত্রের খবর, এদিন উক্ত পুজোর ট্যাবলোর সঙ্গে রেষারেষি করতে যায় একটি ট্যাক্সি এবং পরবর্তীতে উক্ত বাহনের পিছনে ধাক্কা মেরে বসে ট্যাক্সিটি। উল্লেখ্য, রামমোহন সম্মিলনী পুজোর অন্যতম উদ্যোক্তা হিসেবে পরিচিত কুণাল ঘোষ। গোটা ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, “আমাদের ট্যাবলোটি বেশ বড়সড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে কার্নিভালে না পৌঁছানোর একটা আশঙ্কা ছিল। তবে আমরা সঠিক সময়ের মধ্যে রেড রোডে প্রবেশ করতে পেরেছি। খুব দ্রুত ট্যাবলোটিকে ঠিক করার চেষ্টা হয়ে চলেছে।”

পুলিশ সূত্রে খবর, ট্যাক্সি এবং ট্যাক্সি চালককে হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয়েছে। এক্ষেত্রে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

Durga Puja

উল্লেখ্য, এ বছর রামমোহন সম্মিলনীর পুজোয় ‘জঙ্গল কন্যা’ থিমকে সকলের সামনে তুলে ধরা হয়। সেই উপলক্ষ্যে এদিন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার নেতৃত্বে অসংখ্য শিল্পীরা এসেছেন। তবে শেষ পর্যন্ত ট্যাবলোটিকে মেরামত করার মাধ্যমে উপস্থিত সকল দর্শনার্থীদের মাঝে প্রদর্শন আদৌ সম্ভব হয় কিনা, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর