সোনার গয়নায় সাজবেন মা কালী, শহরের ৪৮ টি মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে খোদ কলকাতা পুলিশ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মহা ধুমধামে সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে কালীপুজো (Kalipujo 2025)। বিভিন্ন কালী মন্দির ছাড়াও অনেক জায়গায় বারোয়ারি পুজোও হয়ে থাকে। বাংলায় বিভিন্ন জায়গায় মহা আড়ম্বরে পূজিত হন মা কালী (Kalipujo 2025)। মাতৃ আরাধনায় অনেক জায়গায় ভরি ভরি আসল সোনার গয়নাও পরানো হয় মা কালীকে। এ বছর এমন ৪৮ কালীপুজোর মণ্ডপে থাকছে পুলিশি প্রহরা।

কালীপুজোর (Kalipujo 2025) মণ্ডপে গয়নার পাহারায় কলকাতা পুলিশ

অনেক বারোয়ারি পুজোতেই ভক্তরা মানত পূরণে বা সাধ করে সোনার গয়না উপহার দিয়ে থাকেন মাকে। এই কালীপুজোর সময় সেসব গয়নায় সাজিয়ে তোলা হয় মাকে। গয়না কম থাকলে উদ্যোক্তারা ব্যক্তিগত ভাবে নিরাপত্তারক্ষী বহাল করে থাকেন। তবে এমন কিছু পুজো রয়েছে যেখানে মা কালীর (Kalipujo 2025) বিগ্রহ কার্যত আদ্যোপান্ত মোড়ানো থাকে সোনায়। ভক্তদের ঢলও নামে মায়ের রূপসজ্জা দেখতে। তাই সেখানে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির প্রয়োজন।

Kolkata police in charge of security for 48 kalipujo 2025 pandal

কতদিন থাকবে প্রহরা: লালবাজার সূত্রে খবর, শহরের অন্তত ৪৮ টি মণ্ডপে সোনার গয়নার পরিমাণ বেশি। তাই পুজো উদ্যোক্তাদের তরফে সুরক্ষার আবেদন জানিয়ে যোগাযোগ করা হয় কলকাতা পুলিশের সঙ্গে। গয়নার পরিমাণ উল্লেখ করে সাহায্য চেয়েছেন এই সকল পুজোর (Kalipujo 2025) উদ্যোক্তারা। জানা গিয়েছে, কালীপুজোর দিন থেকে শুরু করে বিসর্জনের আগে সমস্ত গয়না খুলে না নেওয়া পর্যন্ত থাকবে কড়া পুলিশি প্রহরা। তিনটি শিফটে দুজন করে রাইফেলধারী কনস্টেবল দায়িত্ব নেবেন নিরাপত্তার। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীও থাকছে বলে খবর। কিছু কিছু মণ্ডপে অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও থাকছেন।

আরও পড়ুন : সোনার দামে লাল সংকেত, ছট পুজোর পর থেকে নিম্নমুখী হবে দর? যা পূর্বাভাস দিলেন বিশেষজ্ঞরা…

কোথায় কোথায় রয়েছে মণ্ডপ: পুজো (Kalipujo 2025) উদ্যোক্তাদের মধ্যে অনেকে নিজেরাও ব্যক্তিগত ভাবে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করছেন। মণ্ডপে গেটও বসাচ্ছেন অনেকে। তবে এই ৪৮ টি মণ্ডপে নিরাপত্তার বেষ্টনী থাকছে কড়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর কলকাতায় এমন মণ্ডপের (Kalipujo 2025) সংখ্যা ১৯ টি। চিৎপুর, কাশীপুর, বড়তলা, সিঁথি, আমহার্স্ট স্ট্রিট, টালা, শ্যামপুকুর, জোড়াবাগান এলাকায় রয়েছে মণ্ডলগুলি। অন্যদিকে দক্ষিণ কলকাতার চেতলা, নিউ আলিপুর, আলিপুর, টালিগঞ্জ এলাকায় আটটি করে মণ্ডপ রয়েছে এমন।

আরও পড়ুন : চিকেন-মটন সব ফেল, হাঁসের মাংসের এই বাংলাদেশি রেসিপি করলে নিমেষে সাবাড় হবে একথালা ভাত

মধ্য কলকাতায় পোস্তা, গিরিশ পার্ক, মুচিপাড়া, তালতলায় সাতটি মণ্ডপে থাকছে পুলিশ পাহারার ব্যবস্থা। তালতলাতেই এর মধ্যে রয়েছে তিনটি মণ্ডপ। এছাড়া পূর্ব কলকাতায় ট্যাংরা, এন্টালির পাঁচটি মণ্ডপ, বেনিয়াপুকুরে পাঁচটি, পশ্চিম বন্দর এলাকায় একটি এবং যাদবপুর, নেতাজি নগর ও রিজেন্ট পার্কে তিনটি মণ্ডপে সশস্ত্র পুলিশি পাহারা থাকছে বলে খবর।