বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম-রায়ে (Supreme Court) চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী (SSC Recruitment Scam)। দুর্নীতির জেরে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল। যার জেরে চাকরিহারাদের পরিবারে এখন হাহাকার। এই আবহে গত বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। সেই কর্মসূচি ঘিরে কসবায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে, লাথি, লাঠি চালানোর অভিযোগ ওঠে।
চাকরিহারাদের (SSC Recruitment Scam) লাথি মারায় অভিযুক্ত পুলিশ আধিকারিক কে?
দুর্নীতির জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির সমগ্র প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। উচ্চ আদালতের রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত। যার জেরে চাকরি খুইয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক, শিক্ষাকর্মী। গত বুধবার এই চাকরিহারারাই রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযানের ডাক দেন।
এই কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কসবা। চাকরিহারাদের (SSC Recruitment Scam) লাথি, লাঠি মারার অভিযোগ ওঠে। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ঘটনার একাধিক ছবি। এর মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, চাকরিহারাদের লাথি মারছেন একজন পুলিশ আধিকারিক।
আরও পড়ুনঃ হাসপাতালের বিল বাকি থাকলেও আটকানো যাবে না মৃতদেহ! এবার কড়া নিয়মের পথে রাজ্য
জানা যাচ্ছে, যে পুলিশ অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ, তাঁর নাম রিটন দাস। তিনি কসবা থানার (Kasba Police Station) এসআই (সাব ইনস্পেক্টর)। এই ঘটনার পরেও তাঁকেই চাকরিহারাদের বিরুদ্ধে মামলার তদন্তভার দেওয়া হয়েছিল। বুধবারের ঘটনায় ডিআইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে চাকরিহারাদের বিরুদ্ধে ৮টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে আবার ৩টি ধারা জামিন অযোগ্য। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন আক্রান্ত শিক্ষক, রাজনীতিকরা। এরপর রিটনকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হয় আরেক এসআই সঞ্জয় সিংকে।
এদিকে চাকরিহারাদের লাথি মারায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের হাতে তদন্তভার যাওয়ায় সমালোচনায় সরব হয়েছিলেন চাকরি হারানো শিক্ষকরা। তাঁদের বক্তব্য, অভিযুক্ত পুলিশ আধিকারিকই যদি তদন্ত করেন, তাহলে সুবিচার পাওয়া সম্ভব নয়। শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। তারা বলতে চাইছে, আমরা যা ইচ্ছে তাই করব, তোমরা কী করতে পারো দেখি।
লাথি মারায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের হাতে তদন্তভার তুলে দেওয়া প্রসঙ্গে বাম নেতা শতরূপ ঘোষ বলেন, এতে পরিষ্কার হল, ওই পুলিশ অফিসারকে লাথি মারতে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এসএসসি চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Scam) বর্তমানে সরগরম বাংলা। রাজ্য রাজনীতিতেও এই ঘটনার আঁচ এসে পড়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এই আবহে এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।