বাংলাদেশে অশান্তির জের, শহরজুড়ে বাড়তি নজরদারি কলকাতা পুলিশের

Published on:

Published on:

Kolkata Police on High Alert Amid Regional Tensions
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিকে মাথায় রেখে কলকাতা জুড়ে নজরদারি বাড়িয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শহরের সমস্ত সংবেদনশীল এলাকায় বিশেষভাবে নজর রাখা হচ্ছে। হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউস-সহ যেখানে ভিড় জমার সম্ভাবনা বেশি, সেই সব জায়গায় বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

পার্কস্ট্রিট-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় বিশেষ নজরদারি কলকাতা পুলিশের (Kolkata Police)

শুক্রবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশের (Kolkata Police) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন, সামনে ২৫ ডিসেম্বর বড়দিন এবং বর্ষবরণের রাত রয়েছে। এই কারণে পার্ক স্ট্রিট-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। দিনের পাশাপাশি রাতের টহলও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

সল্টলেকে ঘটে যাওয়া সাম্প্রতিক ‘মেসি কাণ্ড’-এর প্রসঙ্গ টেনে পুলিশ কমিশনার জানান, ইডেনে আসন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের নিরাপত্তা নিয়ে আগাম প্রস্তুতি শুরু হয়েছে। সল্টলেক স্টেডিয়ামে যে সব নিরাপত্তাজনিত খামতি নজরে এসেছিল, সেগুলি মাথায় রেখেই এবার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে, যাতে কোনও ধরনের সমস্যা না হয়।

বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সে দিকে কড়া নজর রেখেছে লালবাজার। কলকাতা পুলিশের (Kolkata Police) সমস্ত ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে শহরজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

কী ঘটেছে বাংলাদেশে?

বাংলাদেশে সম্প্রতি বড় অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকার এক পরিচিত আন্দোলনকারী নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়াতেই ঢাকা-সহ দেশের নানা জায়গায় বিক্ষোভ শুরু হয়। রাস্তায় নেমে মানুষ ভাঙচুর চালায়, আগুন লাগানো হয় সরকারি ভবন ও রাজনৈতিক দলের অফিসে। কয়েকটি সংবাদপত্রের অফিসেও হামলা হয়। কোথাও মারধর, কোথাও খুনের ঘটনাও ঘটে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী নামানো হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুনঃ ২১ ডিসেম্বর থেকে ট্রেন বাতিলের হিড়িক, কোন কোন লোকাল বন্ধ? এক নজরে দেখুন তালিকা

এ দিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার (Kolkata Police) আরও বলেন, কলকাতা পুলিশ শুধু অপরাধ দমনেই নয়, খেলাধুলাতেও সমান পারদর্শী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশের সক্রিয় অংশগ্রহণ ও সাফল্যই তার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।