বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সোমবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করা হল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে একাধিক পদে নিয়োগের কথা। অতি শীঘ্রই ৬০০ গোয়েন্দা এবং ২০০০ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করতে চলেছে কেন্দ্র এমনটাই খবর নবান্ন সূত্রে৷
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে একাধিক পদে নিয়োগের সুপারিশ করেন। ফলে মন্ত্রিসভায় অনুমোদন পায় সেই প্রস্তাব। সেই প্রস্তাব অনুযায়ী, ২০০০ জন পুলিশ কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার। যার মধ্যে ১৪২০ জনকে নেওয়া হবে উইনার্স স্কোয়াডের জন্য। বলাই বাহুল্য, উইনার্সা স্কোয়াড হল কলকাতা পুলিশের মহিলা কর্মীদের নিয়ে গঠিত বাহিনী। অর্থাৎ এই ২০০০ টি কনস্টেবল পদের মধ্যে ১৪২০টি পদই থাকছে মহিলাদের জন্য সংরক্ষিত।
এছাড়াও ৬০০ গোয়েন্দা নিয়োগ করা হবে পুলিশ দপ্তরে। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ উভয়েরই গোয়েন্দা দপ্তর রয়েছে। এই ৬০০ জনের মধ্যে কত জনকে কোথায় এখন কোন স্তরে নিয়োগ করা হবে সেকথা অবশ্য এখনও জানা যায়নি।
এখানেই শেষ নয়। জঙ্গলমহলেও ১০৫ জন হোম গার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এই ১০৫ টি শূন্যপদের মধ্যে ৪৮ টি সংরক্ষিত থাকছে প্রাক্তন মাওবাদীদের জন্য। বাকি পদগুলি থাকছে মাওবাদী পরিবারের ছেলে মেয়েদের জন্যই। অতি সম্প্রতিই ঝাড়গ্রাম সফর করেন মমতা। সেখানে সভায় এই প্রসঙ্গে কিছুটা হলেও আভাস দিয়েছিলেন তিনি। মাওবাদী পরিবারগুলিকে এবং প্রাক্তন মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এবং তাঁদের আর্থিক উন্নয়নের জন্যই এহেন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
চলতি বছরে রাজ্যে কর্মসংস্থানকেই পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনেও সেই বার্তাই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এরই মধ্যে এই বিপুল পদে নিয়োগের ঘোষণায় খুশি বাংলার চাকরিপ্রার্থীরা।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট