দেখা করতে চেয়ে অভিষেকের PA-কে ফোন মুম্বই হামলার চক্রীর! ভোটের মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ওপর নজরদারি চালাচ্ছিল মুম্বই হামলার ষড়যন্ত্রকারী। সেই অভিযোগ সোমবার মুম্বই থেকে গ্রেফতার করা হয় রাজারাম রেগেকে (Rajaram Rege)। বর্তমানে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে কলকাতা পুলিশ। আর তাতেই ফাঁস হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

রাজারামকে জেরা করে এবং তাঁর মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করে ইতিমধ্যেই ৫ জন লিঙ্কম্যানের খোঁজ পাওয়া গিয়েছে। শেক্সপিয়ার সরণি থানায় মামলার কথা জানিয়েছে লালবাজার। সেই সঙ্গেই কলকাতার বুকে নাশকতার কোনও পরিকল্পনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

লালবাজার সূত্রে জানা যাচ্ছে, গত ১৯ এপ্রিল এবং ২০ এপ্রিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের পিএ-কে ফোন করেছিলেন ধৃত রাজারাম। মুম্বই থেকে এসেছেন, দেখা করতে চান বলে জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গেই মেসেজও করেন। নিজের মোবাইল থেকেই অভিষেকের আপ্ত সহায়ককে রাজারাম কল করেছিলেন বলে খবর। যদিও অভিষেক এবং তাঁর পিএ-র নম্বর কোথা থেকে পেয়েছিলেন সেই বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন লালবাজারের কর্তারা।

আরও পড়ুনঃ বিপাকে মমতা? হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি! থরহরিকম্প রাজ্যে

পুলিশ (Kolkata Police) সূত্রে জানা যাচ্ছে, কলকাতার বুকে শেক্সপিয়ার সরণির একটি হোটেলে উঠেছিলেন রাজারাম। তখনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তাঁর আপ্ত সসহায়কের নম্বর জোগাড় করেন। কলকাতা পুলিশের দাবি, এরপরেই অভিষেকের বাড়ির সামনে থেকে চক্কর কেটে যান তিনি। এয়ারপোর্ট থেকে ক্যাবে করে হোটেলে এসেছিলেন রাজারাম। সেই ক্যাব সংস্থার সঙ্গেও পুলিশ আধিকারিকরা কথা বলছেন বলে খবর।

Abhishek Banerjee TMC leader

এদিকে আবার হোটেলে বেশ কয়েকদিন থাকার কথা থাকলেও আচমকাই হোটেল ছেড়ে চলে যান রাজারাম। কেন এমনটা করছিলেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় বারবার নিজের বয়ান বদল করছেন রাজারাম। একেক বার একেক রকম বয়ান দিয়ে পুলিশকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর