বিপাকে মমতা? হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি! থরহরিকম্প রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণার পর থেকে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক যোগের অভিযোগ তুলতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার এই নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচি।

গত সোমবার ২০১৬ সালের এসএসসি পরীক্ষার (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। এরপর চাকরিহারা হয়ে পড়েন প্রায় ২৬,০০০ মানুষ। এই ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগ তুলে সুর চড়াতে দেখা গিয়েছিল তৃণমূল (TMC) নেত্রীকে। ‘এই রায় বেআইনি’, এমন মন্তব্যও করেছিলেন মমতা। এবার এসব নিয়েই হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে চিঠি লিখলেন কৌস্তভ (Koustav Bagchi)।

বিজেপি নেতার অভিযোগ, রাজনৈতিক সভা থেকে দেশের বিচারবিভাগের ওপর আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বতঃপ্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত যাতে ব্যবস্থা নেয় সেই আর্জি জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতিতে লেখা চিঠিতে কৌস্তভ লিখেছেন, ‘রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী যে ভাষায় বিচারবিভাগের ওপর নির্লজ্জ আক্রমণ করেছেন, তাতে আপনার কাছে তাঁর বিরুদ্ধে হস্তক্ষেপের আর্জি জানাচ্ছি। উনি আদালতের রায়কে বেআইনি বলেছেন। এই রায় বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন’।

আরও পড়ুনঃ বালুরঘাটে বিজেপিই জিতবে? আগাম শুভেচ্ছা দেবের! ভিডিও শেয়ার করে মমতাকে আক্রমণ অমিত মালব্যর

কৌস্তভ লিখেছেন, আদালতের রায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটা মিথ্যে এবং সত্যের বিকৃতি ছাড়া কিছু নয়। আদালতের প্রতি বিদ্বেষ এবং রাজনৈতিক উদ্দেশে এই মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গেই মমতার যে মন্তব্য নিয়ে আপত্তি সেটিও নিজের চিঠিতে তুলে ধরেছেন বিজেপি নেতা।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেলেন। এটা তাঁর অর্ডার ছিল। শীর্ষ আদালত সেট অ্যাসাইড করে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ গঠন করতে। আরে কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ করবেন?’ এসএসসি মামলার রায় নিয়ে সুর চড়ালেও তৃণমূল নেত্রী এও পরিষ্কার করে দিয়েছিলেন, তিনি বিচারপতিদের নিয়ে কিছু বলছেন না, বরং আদালতের রায় নিয়ে বলছেন। মমতা বলেন, ‘এই রায় বেআইনি। এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না। বিপদে পড়লে আর কেউ পাশে থাকুক বা না থাকুক আমি থাকব। কারোর পাস থেকে সরে যাব না’।

Calcutta High Court Mamata Banerjee Koustav Bagchi

একইসঙ্গে বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বিজেপির বিচারালয় হয়ে গিয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের দোষ, বিচারপতিদের নয়। যারা বিজেপির পার্টি অফিসের হুকুম মেনে চলে এমন বিচারপতিদের এনে বসানো হচ্ছে’। সেই সঙ্গেই তৃণমূল নেত্রী বলেছিলেন, তাঁকে যদি জেলে পাঠানো হয় তাহলেও তিনি তৈরি আছেন। তবে যতদূর লড়াই করার সেটা তিনি করবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর