এক্কেবারে হালকা, ভেদ করতে পারবে না স্নাইপারের বুলেটও! দুর্দান্ত জ্যাকেট বানিয়ে খেল দেখাল DRDO

বাংলাহান্ট ডেস্ক : (DRDO) ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) একটি ইউনিট এবার তৈরি করল দেশের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট। সর্বোচ্চ ঝুঁকির স্তর ৬ থেকেও সুরক্ষা প্রদান করবে এই জ্যাকেট। একটি সরকারি বিবৃতিতে মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, নতুন ডিজাইন পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই জ্যাকেট। নতুন পদ্ধতির সাথে নতুন উপাদানের সংযুক্তিকরণের মাধ্যমেই তৈরি হয়েছে এই নতুন জ্যাকেট। সম্প্রতি এই বুলেটপ্রুফ জ্যাকেটটি BIS 17051-2018 অনুযায়ী TBRL, চণ্ডীগড়ে সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

আরোও পড়ুন : রেল যাত্রীদের জন্য সুখবর, মাত্র ২০ টাকাতেই মিলবে ভরপেট খাবার, দারুণ উদ্যোগ IRCTC-র

সরকারের তরফ থেকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, “DRDO-এর প্রতিরক্ষা সামগ্রী এবং কানপুরের স্টোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (DMSRDE) সফলভাবে 7.62 x 54 R API (BIS 17051-এর লেভেল 6) গোলাবারুদের বিরুদ্ধে সুরক্ষার জন্য দেশের সবচেয়ে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করেছে। “

আরোও পড়ুন : এবার বাড়ি বসেই হবে WBCS’র প্রিপারেশন! ঝটপট দেখুন সিলেবাস, জানুন কেমন হবে পরীক্ষার প্যাটার্ন

বিবৃতিতে আরো জানানো হচ্ছে, এর্গোনমিক্যালি ডিজাইন করা ফ্রন্ট হার্ড আর্মার প্যানেল (এইচএপি) পলিমার ব্যাকিং এবং মনোলিথিক সিরামিক প্লেট দিয়ে তৈরি ভীষণ হালকা এই জ্যাকেটটি। অপারেশন চলাকালীন সেনাদের গায়ে থাকা এই বুলেটপ্রুফ জ্যাকেট আগের চেয়ে আরও আরামদায়ক এবং নিরাপদ হবে।

পলিমার ব্যাকিং এবং মনোলিথিক সিরামিক প্লেট দিয়ে তৈরি এই জ্যাকেটটি ৬টি স্নাইপার বুলেটও ভেদ করতে পারেনি। মন্ত্রক জানিয়েছে যে আইসিডাব্লু হার্ড আর্মার প্যানেল (এইচএপি) এর বায়বীয় ঘনত্ব ৪০ কেজি / এম এবং স্বতন্ত্র এইচএপি ৪৩ কেজি / এম ২-এর কম। দেশের সেনা (Indian Army) এবার আরোও খানিকটা শক্তিশালী হল বলে মনে হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর