৩১ ডিসেম্বরের রাত থেকে বদলাচ্ছে ট্রাফিক, কলকাতার কোন রুটে চলবে না গাড়ি? এক ক্লিকে দেখে নিন

Published on:

Published on:

Kolkata Police Traffic Curbs on New Year Evening and New Year Day
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ বুধবার, বছরের শেষ দিন। বর্ষবরণে মেতে উঠবেন কলকাতাবাসী। স্বাভাবিকভাবেই শহরের রাস্তায় মানুষের ভিড় বাড়বে। এই ভিড় সামলাতে এবং যানজট এড়াতে আগেভাগেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজারের তরফে বিজ্ঞপ্তি জারি করে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে।

বর্ষশেষে কোন সময় যান নিয়ন্ত্রণ?

কলকাতা পুলিশের (Kolkata Police) বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ৩১ ডিসেম্বর বিকেল ৪টে থেকে আগামীকাল ১ জানুয়ারি ভোর সাড়ে ৪টে পর্যন্ত এবং আবার ১ জানুয়ারি বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।

যে যে রাস্তায় চলবে না পণ্যবাহী গাড়ি…

এই সময়ের মধ্যে এজেসি বোস রোড, চৌরঙ্গী রোড, ক্যাথিড্রাল রোড, গোষ্ঠ পাল সরণি, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, এসপ্ল্যানেড ক্রসিং এবং দ্বিতীয় হুগলি সেতুর এসপ্ল্যানেড র‍্যাম্প দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি চলবে না।

কল্পতরু উৎসব ঘিরে বাড়তি ব্যবস্থা

আগামীকাল ১ জানুয়ারি কল্পতরু উৎসব। দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে এই দিনে প্রচুর ভক্তের সমাগম হয়। সেই ভিড়ের কথা মাথায় রেখেই অতিরিক্ত ট্র্যাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাল কোন রাস্তায় নিষেধাজ্ঞা?

কলকাতা পুলিশের (Kolkata Police) ট্র্যাফিক অ্যাডভাইজারি অনুযায়ী, ১ জানুয়ারি ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত বিটি রোড ও কাশীপুর রোডে কোনও পণ্যবাহী গাড়ি চলবে না। এছাড়াও রবীন্দ্র সরণি, কে কে টেগোর স্ট্রিট, বেলেঘাটা রোড, বি কে পাল অ্যাভিনিউ, বিটি রোড-দমদম ক্রসিং, কাশীপুর রোড, বিবেকানন্দ রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং এমজি রোডেও পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা থাকবে।

Kolkata Police Traffic Curbs on New Year Evening and New Year Day

আরও পরুনঃ মামলার জট কমাতে বড় পদক্ষেপ, ২০২৬ থেকে শুনানিতে নতুন নিয়ম জারি করল সুপ্রিম কোর্ট

জরুরি পরিষেবায় ছাড়

তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পণ্যবাহী গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। দুধ, ওষুধ, ফল-সবজি, এলপিজি সিলিন্ডার, অক্সিজেন বহনকারী গাড়ি সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।