দহন জ্বালা থেকে স্বস্তি! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: লাগাতার বাড়তে থাকা গরমে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। দক্ষিণবঙ্গে (South Bengal) চলছে তীব্র তাপপ্রবাহ। আগামী ২৪ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। আজ ও আগামীকাল ১/২ ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা কমবে না।

দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে লু-এর সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। আপাতত আরও এক সপ্তাহ তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে। এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত। এর জেরেই আজ ও আগামীকাল বৃষ্টি চলবে। সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

আগামীকাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টি চলবে। তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ তিলোত্তমার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে জারি থাকবে তাপ প্রবাহের সতর্কতা।

weather 88

আরও পড়ুন: রেশন মামলায় বহুদিন জেলবন্দি! এরই মাঝে জ্যোতিপ্ৰিয়কে নিয়ে বিরাট খবর, বাড়ছে উদ্বেগ?

ওদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আজ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর