কোন কোন পথে চলছে তৃণমূলের মিছিল? বেরোনোর আগে জানুন আজকের ট্রাফিক আপডেট

Published on:

Published on:

Kolkata roads choked as Trinamool Congress rally begins

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই শহরে রাজনৈতিক জমায়েত। সকাল হতেই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছেন ধর্মতলার শহিদ মঞ্চের দিকে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ দিবস উপলক্ষে আয়োজিত মিছিল ও জমায়েতের জেরে শহরজুড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা পুলিশের। হাইকোর্টের (Calcutta High Court) স্পষ্ট নির্দেশ, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত যেন সাধারণ মানুষের অফিস যাত্রা কোনওভাবেই বিঘ্নিত না হয়।

শহরের পথে পথে রুট বদল, কড়া নজরে কলকাতা পুলিশ

রবিবার রাত থেকেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। সোমবার সকাল ৭টা থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন হয়েছে পুলিশ বাহিনী। রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, জওহরলাল নেহরু রোড সহ একাধিক রাস্তায় চলছে ট্র্যাফিক নিয়ন্ত্রণ। পার্ক সার্কাস, মৌলালি, শ্যামবাজার, সিআর অ্যাভিনিউ, এমজি রোডেও দেখা গিয়েছে কড়া নজরদারি। ভোর ৩টে থেকেই বন্ধ রাখা হয়েছে পণ্যবাহী গাড়ির চলাচল। শহরের রাস্তায় আজ নেমেছে প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী।

কোন কোন পথে তৃণমূলের (Trinamool Congress) মিছিল?

হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন, পার্ক সার্কাস, হেদুয়া সহ একাধিক এলাকা থেকে শহরের কেন্দ্রস্থলের দিকে রওনা দেবে মিছিল। প্রত্যেকটির রুট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন, হাওড়া থেকে মিছিল যাবে ব্রেবোর্ন রোড–সিআর অ্যাভিনিউ ধরে, শিয়ালদা থেকে মৌলালি হয়ে এসএন ব্যানার্জি রোড পর্যন্ত। এই রুটগুলি এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। মেট্রো স্টেশনেও রাখা হয়েছে সাব ইনস্পেক্টর স্তরের অফিসারদের।

Kolkata roads choked as Trinamool Congress rally begins

আরও পড়ুনঃ বাংলাদেশি তকমা নিয়ে দল থেকে বিতাড়িত, শহিদ দিবসের সভায় ফের বিতর্কিত নেত্রী ‘লাভলি’!

জরুরি হলে যোগাযোগ করুন এই হেল্পলাইন নম্বরে

যদি যানজটে নাকাল হন, তাহলে যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নম্বরে- ১০৭৩, ৯৮৩০৮১১১১১, ৯৮৩০০১০০০০। তবে সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে যে ছবি ধরা পড়েছে, তাতে ইঙ্গিত, সতর্ক থাকলে, বেছে চললে যাতায়াত আজও সম্ভব। তবে অনিয়ন্ত্রিত কিছু ঘটলে তার ভিডিও যে খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে, সে আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।