কলকাতার একাধিক স্কুল জায়গা পেল ভারত সেরার তালিকায়! দেখুন কোন বিদ্যালয় কত নম্বরে

বাংলাহান্ট ডেস্ক : অ্যানুয়াল এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‍্যাঙ্কিং ২০২৩-২০২৪ এর তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই তালিকা প্রস্তুত করা হয় ডে স্কুল, বোর্ডিং স্কুল, আন্তর্জাতিক স্কুল, সরকারি স্কুল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল এবং সমাজসেবামূলক স্কুল (ফিলানথ্রপি), ইত্যাদির মধ্যে সমীক্ষা করে।

কলকাতা শহরের একাধিক স্কুল জায়গা পেয়েছে এই তালিকায়। একাধিক ক্যাটাগরির সেরা দশে শহরের একাধিক স্কুল জায়গা করে নিয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে কলকাতার কোন স্কুল উপরের দিকে স্থান পেয়েছে এক নজরে দেখে নিন। ভারতের সেরা রাজ্য সরকারি স্কুলগুলির মধ্যে জায়গা পেয়েছে যাদবপুর বিদ্যাপীঠ।

   

আরোও পড়ুন : শুধুমাত্র ইন্টারভিউতে পাশ করলেই চাকরি পাকা! এই পদগুলির জন্য লোক নিচ্ছে কল্যানী AIIMS

গোটা দেশে এই ক্যাটাগরিতে ৮ নম্বর স্থান দখল করেছে কলকাতার স্কুলটি। ভারতের ফিলানথ্রপি স্কুলের মধ্যে তালিকায় ৭ নম্বর স্থান দখল করেছে কলকাতার ফিউচার হোপ স্কুল। গার্লস ডে স্কুলের মধ্যে গোটা ভারতে তিন নম্বর জায়গা দখল করেছে কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস। এই তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে কলকাতার সুশীলা বিড়লা গার্লস স্কুল।

আরোও পড়ুন : ব্যাঙ্কের ছুটি নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল RBI’র! জেনে নিন কবে হতে চলেছে ঈদ-ই-মিলাদের ছুটি

কলকাতার ময়রা স্ট্রিটের বিড়লা হাই স্কুল বয়েজ ডে স্কুলের মধ্যে গোটা দেশের তিন নম্বর স্থান দখল করেছে। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল ৬ ও এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ ৭ নম্বর স্থান দখল করেছে। ভিনটেজ-লেগ্যাসি গার্লস ডে স্কুলের মধ্যে কলকাতার লা মার্টিনিয়ার ফর গার্লস গোটা দেশের মধ্যে তিন নম্বর স্থান দখল করেছে। 

school teacher (1)

এছাড়াও দেশব্যাপী চার নম্বর স্থানে রয়েছে লরেটো হাউস, মিডলটন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল ভিনটেজ-লেগ্যাসি বয়েজ ডে স্কুলের মধ্যে তিন নম্বর স্থানে রয়েছে এই তালিকায়। কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ দেশব্যাপী ৪ নং স্থানে ও কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুল ১০ নম্বর স্থানে রয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর