বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই রাজ্যজুড়ে ভ্যাপসা গরম, কোথাও আবার হালকা বৃষ্টি। গত দু-তিনদিন থেকেই রাজ্যে বৃষ্টির পরিমাণ কমেছে। তবে এরই মধ্যে দুপুর থেকেই ঘনাচ্ছে কালো মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) আপডেট আগামীকাল থেকেই চলবে ঝড়-বৃষ্টির তোলপাড়। তবে আকাশের পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে আজই ঝেঁপে নামবে বৃষ্টি।
আজ বৃহস্পতিবার শহরের আকাশ আংশিক মেঘলা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা এবং আশেপাশের কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কাল থেকে বাড়বে দুর্যোগ। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ইতিমধ্যেই যার জেরে আগামীকাল ও পরশু ১ এবং ২ সেপ্টেম্বর কলকাতা জারি হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া অফিসের মতে, আজ দুপুরের পরপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন: ‘তাদের শাস্তি দেওয়া হোক…’, CBI তলব নিয়ে যা বললেন দমকলমন্ত্রী সুজিত বসু
উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি চলবে।
আরও পড়ুন: ‘আমার অফিসে তল্লাশি’! এবার ED-র বিরুদ্ধে বিরাট পদক্ষেপ অভিষেকের
তবে কাল থেকেই কলকাতা সহ দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ফলে আগামী ২ দিন তাপমাত্রার পারদ সামান্য নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ওদিকে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার