বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে হাসিমুখে লড়াই করে চলেছিলেন। তাঁর একাধিক কর্মকাণ্ড এবং ভালো ব্যবহারের জন্য এলাকায় সুপরিচিত ছিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কাউন্সিলর গৌতম হালদার (Goutam Haldar)। তবে আজ, মহালয়ার দিন ভোরবেলায় জীবনযুদ্ধে পরাস্ত হলেন এই নেতা। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি অন্যান্য একাধিক তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা শোক জ্ঞাপন করেছেন।
২০১৫ সাল থেকে কলকাতা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নিযুক্ত ছিছেন গৌতম হালদার। এক্ষেত্রে বহু বছর ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হলেও কাজে কোন রকম ফাঁকি দিতেন না তিনি। হাসি মুখে সকল দায়িত্ব সামলে চলতেন গৌতমবাবু। এলাকাবাসীদের মধ্যেও সুপরিচিত ছিলেন তিনি। অবশ্য পুজো শুরু হওয়ার কয়েকদিন পূর্বে আজ, মহালয়ার দিন জীবন যুদ্ধে হেরে গেলেন তৃণমূল কাউন্সিলর।
গৌতম হালদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এদিন ভোর ৩ টের সময় পরলোকগমন করেন গৌতমবাবু। এই খবর সামনে আসতেই তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম এবং অতীন ঘোষ তাঁর বাড়িতে পৌঁছে যান। পরবর্তীতে মালা এবং দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাঁকে।
বহু বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হলেও বাইরে থেকে বুঝতে দিতেন না তৃণমূল কাউন্সিলর। তবে বিগত কয়েকদিন ধরে অসুস্থতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। এরপরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও অবশেষে এদিন ভোরে মৃত্যু হয় তাঁর।
গৌতম হালদারের মৃত্যুতে শোক প্রকাশ করে এদিন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “গৌতমবাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি লড়াকু সৈনিক হিসেবে আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।”