লটারিতে ২৫ কোটি টাকা জিতে চরম সমস্যায় অটো চালক! জীবন থেকে উড়ে গিয়েছে সুখ-শান্তি

বাংলাহান্ট ডেস্ক : তিরুবনন্তপুরমের এক অটো চালক যখন ২৫ কোটি টাকার লটারি জিতেছিলেন তখন তার খুশির সীমা ছিল না। কিন্তু, এই লটারির টাকা এখন তার জীবনের সমস্যায় পরিণত হয়েছে। সে ও তার পরিবার এতটাই বিরক্ত যে তারা কিছুই বুঝতে পারছে না এখন কি করবেন।

বিব্রত এই অটো চালক এখন বলছেন- আমি যদি এই লটারি না জিততাম তাহলেই ভালো হতো।এখন আমার মনের শান্তি হারিয়ে গেছে। অটো চালক অনুপ কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের বাসিন্দা। লটারিতে ২৫ কোটি টাকা জেতার পর তিনি এবং তার পরিবার এখন এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন যা তাদের ধারণা ছিল না। প্রথম দিকে উৎসাহে ভরপুর অনুপ এখন অসহায়।

অনুপ বলছেন, ‘আমি যদি এই লটারি না জিততাম তাহলে ভালো হতো। আমি আমার মনের শান্তি হারিয়েছি। অনেক দিন ধরেই দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছি এই সমস্যা থেকে মুক্তি পেতে।’ আসলে তার বাড়ির বাইরে দিনরাত সাহায্যের জন্য মানুষের ভিড় লেগেই থাকছে। দাতব্য সংস্থা এবং এনজিওগুলি প্রতিনিয়ত সাহায্যের জন্য তাঁর বাড়িতে কড়া নাড়ছে।lottery 1 16635587963x2 1

অনুপের পরিবার বলছে, গত কয়েকদিন ধরে লোকজন ক্রমাগত তাদের বাড়ির বাইরে জড়ো হচ্ছে। অনুপ সাংবাদিকদের বলেন- ‘আমরা অনুভব করছি যে আমরা আমাদের নিজেদের ঘরেই যেনো বন্দি।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি আমার অসুস্থ ছেলেকে হাসপাতালে নিতে পারছি না। লোকজন বাইরে থেকে দরজা আটকে দিয়েছে।’ ফলে, বর্তমান পরিস্থিতিতে অনুপের অস্বস্তি বাড়ছে বই কমছে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর