বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ উর্ধমুখী তাপমাত্রা। দক্ষিণবঙ্গে (South Bengal) তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলার জন্য তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (Weather Update)। এই আবহে একটাই প্রশ্ন, স্বস্তির বৃষ্টি কবে? চাতকের মত বর্ষণের অপেক্ষায় সাধারণ মানুষজন।
গতকালই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আগামীকাল শুক্রবার তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে হুগলী, বীরভূম, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের অধিকাংশ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে কী আপডেট? বৃহস্পতিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সামান্য বৃষ্টিরও পূর্বাভাস নেই দক্ষিণে। অর্থাৎ চলতি এপ্রিল মাসে আর বৃষ্টি হবে না। মে মাসের প্রথমেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
আরও পড়ুন: সকাল থেকে লাইন বানিয়ে বিক্রি করেছেন চাকরি! ২৬০০০ চাকরি বাতিল হতেই সামনে সেই ‘সৎ রঞ্জন’
ওদিকে আজ ও আগামীকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি বজায় থাকবে।