অপরাধে ‘সেফ’ কলকাতা! এনসিআরবি রিপোর্টে ফের দেশের সবচেয়ে নিরাপদ শহর তিলোত্তমা

Published on:

Published on:

Kolkata Tops NCRB 2023 List as India's Safest City for Fourth Time in a Row

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার (Kolkata) মুকুটে ফের নয়া পালক। ২০২৩ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্ট অনুযায়ী, টানা চারবার দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে প্রথম স্থান দখল করল তিলোত্তমা। দেশের মোট ১৯টি শহরকে নিয়ে এই সমীক্ষা করা হয়। রিপোর্টে দেখা গিয়েছে, অপরাধের নিরিখে কলকাতা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ শহর।

কোন রাজ্যে অপরাধের হার কত?

রিপোর্ট অনুযায়ী, ১ লক্ষ মানুষের মধ্যে কলকাতায় (Kolkata) অপরাধের সংখ্যা মাত্র ৮৩.৯। যেখানে কোচিতে ১ লক্ষ মানুষের মধ্যে ৩,১৯২.৪ অপরাধ ঘটেছে, দিল্লিতে ২,১০৫.৩, সুরাটে ১,৩৭৭.১। অপরাধের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ, সেখানে সংখ্যাটা ৩৩২.৩ এবং তৃতীয় স্থানে রয়েছে পুণে (৩৩৭.১)। মুম্বইয়ে অপরাধের হার ৩৫৫.৪।

কলকাতায় (Kolkata) কমেছে অপরাধের সংখ্যা

২০১৬ সালে কলকাতায় (Kolkata) প্রতি লক্ষ মানুষের মধ্যে অপরাধের সংখ্যা ছিল ১৫৯.৬। ২০২১ সালে তা নেমে আসে ১০৩.৫, ২০২২ সালে দাঁড়ায় ৮৬.৫। সদ্য প্রকাশিত ২০২৩ সালের রিপোর্টে সেই হার আরও কমে ৮৩.৯-এ পৌঁছেছে। অর্থাৎ গত কয়েক বছরের রিপোর্টে দেখা গেছে ধারাবাহিকভাবে কমছে অপরাধের সংখ্যা।

বিশেষ করে নারী নির্যাতনের মতো সংবেদনশীল অপরাধের সংখ্যা নিয়েও মিলেছে আশার ইঙ্গিত। ২০২৩ সালে কলকাতায় (Kolkata) এই সংক্রান্ত ১,৭৪৬টি অভিযোগ দায়ের হয়েছে, যা ২০২২ সালের ১,৮৯০টি থেকে কম। ২০২১ সালে অভিযোগের সংখ্যা ছিল ১,৭৮৩। নারী নির্যাতনের অভিযোগের নিরিখে দ্বিতীয় স্থানে চেন্নাই এবং তৃতীয় স্থানে রয়েছে কোয়েম্বাটোর।

ধর্ষণ কমলেও খুন সামান্য বেড়েছে

রিপোর্টে বলা হয়েছে, ধর্ষণের মতো অপরাধ কমেছে কলকাতায় (Kolkata)। ২০২১ ও ২০২২ সালে ধর্ষণের অভিযোগ ছিল ১১টি, ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ১০টি। অন্যদিকে, নাবালিকার যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে ১৭২টি। তবে খুনের ঘটনা কিছুটা বেড়েছে। রিপোর্ট বলছে, ২০২৩ সালে শহরে খুন হয়েছে ৪৩টি, যেখানে ২০২২ সালে সংখ্যাটি ছিল ৩৪, ২০২১ সালে ছিল ৪৫।

অপরাধের নিরিখে গোটা বাংলা রয়েছে ৪৩৩ নম্বরে। তার আগেই রয়েছে ঝাড়খণ্ড (১৬১.১), নাগাল্যান্ড (৮৪.৯), সিকিম (১০৩.৯) এবং মেঘালয় (১০৫.২)। বাংলায় খুনের সংখ্যা ১,৬৮৬টি এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ২২৪টি।

Kolkata Tops NCRB 2023 List as India's Safest City for Fourth Time in a Row

আরও পড়ুনঃ আইনের ঊর্ধ্বে তৃণমূল? বারুইপুরে পৌরপ্রধান পরিবারের বিরুদ্ধে তারুণজ্যোতি তিওয়ারির বিস্ফোরক অভিযোগ

যদিও বিরোধীরা বারবার দাবি করে এসেছে, কলকাতা (Kolkata) সহ গোটা বাংলায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। কিন্তু কেন্দ্রীয় সংস্থার এই রিপোর্ট সেই দাবিকে কার্যত খণ্ডন করছে। বরং এনসিআরবি-র পরিসংখ্যান বলছে, দেশের সবচেয়ে নিরাপদ শহর এখনও কলকাতাই। যা নিঃসন্দেহে শহরবাসীর জন্য এক বড় স্বস্তির খবর।