বাংলা হান্ট ডেস্কঃ প্রায় দেড় দশক ধরে কলকাতার বুকে ছুটে চলেছে ট্রাম। শীঘ্রই সেই পরিষেবায় ইতি পড়বে। সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে, গণপরিবহণের মাধ্যম হিসেবে ট্রামের চলাচল এবার বন্ধ হতে চলেছে। এবার থেকে শুধুমাত্র এসপ্ল্যানেড-খিদিরপুর রুটে হেরিটেজ আকারে সুন্দর করে সাজানো ট্রাম (Kolkata Tram) চলবে বলে খবর। এবার এই নিয়ে সরব হলেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়।
ট্রামের (Kolkata Tram) রুট নিয়ে ‘আপত্তি’ গর্গের?
বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন গর্গ (Garga Chatterjee)। প্রশ্ন করেন, ‘বালিগঞ্জ টালিগঞ্জ নয় কেন- দু’টো বাঙালি অঞ্চলকে যুক্ত করছে। এসপ্ল্যানেড-খিদিরপুর কেন- যা দুষ্কৃতীদের দুই ডেরাকে সংযুক্ত করছে? তাহলে এখন শুধুমাত্র বহিরাগত দুষ্কৃতীদের পরিষেবা দেবে কলকাতা ট্রাম। যাদের মধ্যে একজন ট্রাম ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছেন এবং বহু দশক ধরে সিটিসি ছিল খিদিপুরের দুষ্কৃতীদের জায়গা’।
Why not Ballygunge Tollygunge – connecting 2 Bengali areas.
Why Esplanade – Khidirpur, connecting 2 dens of criminals?
So now Kolkata trams will only serve Outsider criminals, one of whom carefully destroyed the Tram system & for decades, CTC was Khidirpur criminal fiefdom. https://t.co/Tl2H8caoWz— Garga Chatterjee (@GargaC) September 25, 2024
যদিও এই প্রথম নয়, এর আগেও কলকাতা ট্রাম (Kolkata Tram) নিয়ে মুখ খুলেছিলেন গর্গ। সম্প্রতি নাম না করেই কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিশানা করে একটি পোস্ট করেছিলেন তিনি। ট্রাম পরিষেবা বন্ধ হওয়ার প্রেক্ষাপটেই সেই পোস্ট করেছিলেন গর্গ।
আরও পড়ুনঃ একই দিনে অষ্টমী-নবমী? পুজোয় কতদিন ছুটি মিলবে স্কুল-কলেজ, অফিসে? বিভ্রান্ত না হয়ে জানুন
এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, গয়ায় কোনও ট্রাম নেই, ‘গয়ান’ কলকাতায় আসে, মেয়র হয়। এখন কলকাতাতেও আর কোনও ট্রাম থাকবে না। গর্গ নিজের পোস্টে কোথাও ফিরহাদের (Firhad Hakim) নাম নেননি। তবে এই লেখার মাধ্যমে তিনি ববিকেই নিশানা করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আসলে অনেকেই হয়তো জানেন, ফিরহাদের আদি বাড়ি বিহারের গয়ায়। তাঁর পূর্বপুরুষরা বহু বছর আগেই কলকাতায় চলে আসেন বলে খবর। তিলোত্তমাই হয়ে ওঠে তাঁদের ঠিকানা। ফিরহাদ হাকিম বর্তমানে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সেই সঙ্গেই কলকাতা পুরসভার মেয়র। কলকাতা থেকে ট্রাম (Kolkata Tram) বিদায় নিয়ে গর্গ তাঁকেই নিশানা করেছেন বলে অনুমান করা হচ্ছে। এবার হেরিটেজের জন্য ট্রাম যে রুটে চালানো হবে বলে ঠিক করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।