মহানগরীর রাজপথে বন্ধ হচ্ছে না ট্রাম? কলকাতাবাসীর জন্য আসতে পারে বড় সুখবর

বাংলা হান্ট ডেস্কঃ ১৫০ বছরের দীর্ঘ সফর। তবে শীঘ্রই সেই সোনালী অধ্যায়ের ইতি। সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে, গণপরিবহণের মাধ্যম হিসেবে ট্রামের চলাচল এবার বন্ধ করে দেওয়া হবে। এই কয়েক বছর আগের কথা, ২০১৫ সালেও শহরের মোট ২৫টি রুটে চলত এই ট্রাম। তবে এবার শুধুমাত্র এসপ্ল্যানেড-খিদিরপুর রুটে হেরিটেজ আকারে সুন্দর করে সাজানো ট্রাম (Kolkata Tram) চলবে বলে খবর। হেরিটেজ হিসাবে ট্রাম থাকবে নগরীর বুকে।

যুগের সাথে তাল গুলিয়ে ফেলায় কলকাতা থেকে শতাব্দীপ্রাচীন ট্রাম (Kolkata Tram) পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। ট্রাম বন্ধের কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ‘‘সরকার পুরো ট্রাম তুলে দিচ্ছে না। হেরিটেজ হিসাবে ট্রাম থাকছে। আদালত কী রায় দেয়, আমরা সেদিকে তাকিয়ে রয়েছি।’

   

আরও পড়ুন: প্রথম পারিশ্রমিক সামান্য ‘চাউমিন’, পরপর শুধু চাকরের রোল, আজ এই অভিনেতাই কাঁপাচ্ছেন বলিউড

ইতিমধ্যেই তিলোত্তমার পথে ট্রাম ফেরানোর দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। হাইকোর্টে একটি মামলা হয়েছে। ট্রামপ্রেমী সংগঠনও ট্রাম ফেরানোর দাবিতে সরব। আপাতত গোটা বিষয়টি আদালতে বিচারাধীন। তবে রাজপথে ট্রাম চালানোর উপায় খুঁজে বের করতে কলকাতা পুলিশ, পূর্ত দপ্তর, কলকাতা করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করেছে উচ্চ ন্যায়ালয়।

tram kolkata

আরও পড়ুন: সুপ্রিম শুনানির আগেই বিরাট সিদ্ধান্ত! জুনিয়র ডাক্তারদের এক ঘোষণায় তোলপাড়

তবে এরই মধ্যে মিলছে খুশির খবর। শোনা যাচ্ছে এক্ষুনি বন্ধ হচ্ছে না ১৮৭৩ সাল থেকে কল্লোলিনী কলকাতার পথে ধিকধিক করে চলতে থাকা এই যানটি। ডাব্লিউটিসি থেকে সিটিসি-কে আলাদা করে দেওয়া হবে। সিটিসি বা ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানিই এরপর থেকে ট্রাম চালাবে মহানগরীর পথে। যদিও এই বিষয়ে পরিবহণ দফতর বা সরকারি ভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তাই খবর বিশ্বাসযোগ্য নয়। তবে এ খবর সত্যি হলে কলকাতাবাসীর চেয়ে বেশি খুশি আর কেউ হবে না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর