এবার স্যাট করে চলে যান বারাণসী, দূরত্ব কমছে কলকাতা থেকে কাশীর! এখানে তৈরি হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে

বাংলাহান্ট ডেস্ক : মোদি সরকার ক্ষমতায় আসার পর ভারতের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। অত্যাধুনিক স্টেশন নির্মাণ থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস, একাধিক সেতু নির্মাণ থেকে শুরু করে হাইওয়ে নির্মাণ, সবকিছুতেই এসেছে উন্নয়নের জোয়ার। সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার ফলে এক শহর থেকে অন্য শহরের দূরত্ব কমে গেছে অনেকটা।

এবার যাত্রাপথে কলকাতা (Kolkata) থেকে বারাণসী (Varanasi) দূরত্বও কমতে চলেছে। এবার সরকারের উদ্যোগে নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণ হতে চলেছে। এই এক্সপ্রেসের নির্মাণ হয়ে গেলে কলকাতা থেকে বারাণসী যেতে লাগবে মাত্র সাত ঘন্টা। এবার আরো সহজেই যাত্রা করা সম্ভব হবে বারাণসী-রাঁচি-কলকাতা এক্সপ্রেসওয়ে দিয়ে।

আরোও পড়ুন : ভারতে রবিবারেই ছুটি থাকে কেন, নেপথ্যে লুকিয়ে আছে একটি মানুষের মরণপণ লড়াই

জানা গেছে নতুন এই এক্সপ্রেসওয়েটি ৬১০ কিলোমিটার দীর্ঘ হতে চলেছে। ছটি লেন থাকবে বারাণসী-রাঁচি-কলকাতা এক্সপ্রেসওয়েতে। ভারত সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে নির্মাণ করা হবে এই এক্সপ্রেসওয়ে। উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এই এক্সপ্রেসওয়েটি যাবে। কলকাতা থেকে ৬৯০ কিলোমিটার দূরে অবস্থিত বারাণসী।

varanasi kolkata expressway

এই এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে মাত্র সাত ঘণ্টায় অতিক্রম করা যাবে এই দূরত্ব। জানা যাচ্ছে সরকার এই প্রকল্পের জন্য ব্যয় করতে চলেছে 35 হাজার কোটি টাকা। আশা করা হচ্ছে আগামী নভেম্বর মাস থেকেই এই প্রকল্পের কাজ শুরু হতে পারে। এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সম্পন্ন হতে পারে ২০২৬ সালের মধ্যে। চারটি বড় ও ২৮ টি ছোট্ট সেতু নির্মাণ করা হবে এই এক্সপ্রেসওয়েতে।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর