বাংলা হান্ট ডেস্ক: আজও বঙ্গ জুড়ে চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব। সকাল থেকে আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে আরও শক্তি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যেই। যা ধীরগতিতে এগোচ্ছে। আজ ওড়িশার স্থলভাগে প্রবেশ করতে পারে এই নিম্নচাপ।
এর প্রভাবে প্রতিবেশী রাজ্য ওডিশা এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গেও (West Bengal)। উত্তরবঙ্গে সেরম প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ মেঘলা আকাশ থাকবে।
শুক্রবার দিনভর হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের নানা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া ও হুগলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: এবার ED অফিসারদের হেফাজতে নেবে কলকাতা পুলিশ? রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে ছুটলেন গোয়েন্দারা
কলকাতা (Kolkata) এবং তার আশেপাশের জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ২৪ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘন্টা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
উত্তাল থাকবে সমুদ্র। সমুদ্র উপকূলে ও সমুদ্রের মধ্যে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার পূর্বাভাস। উপকূলের কাছাকাছি জেলা গুলিতে বৃষ্টিপাত তুলনামূলক ভাবে বেশি থাকবে।
আরও পড়ুন: কালীঘাটের কাকু থেকে কুন্তলের চিঠি! এই ৫ টি বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ED
তবে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির না সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস। কালকের পর আরও কমবে বৃষ্টি।