বাংলা হান্ট ডেস্কঃ গত বছর অক্টোবরের শেষ থেকেই রাজ্যে শীতের আমেজ ছড়িয়ে পড়েছিল। তবে এবারের রাজ্যের চিত্রটা একটু অন্যরকম। এবছর নভেম্বরের ৬ তারিখ পেরিয়ে গেলেও শীতের আমেজ একেবারেই অল্প। এই অবস্থায় রাজ্যবাসীর মনে এখন একটাই প্রশ্ন, কবে দেখা মিলবে শীতের? (Weather Update)
কবে থেকে রাজ্যে শীত পড়বে?
আলিপুর আবহাওয়া দপ্তরের জানিয়েছে, এখনও পর্যন্ত শীত নিয়ে কোনও সুখবর নেই। কারণ হিসেবে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারত থেকে ক্রমাগত পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। সেই কারণেই ঠান্ডা হাওয়ার রাজ্য প্রবেশ করতে পারছে না। যার ফলে তাপমাত্রা কমছে না কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় (Weather Update)।
একই সঙ্গে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে সরে এসেছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। সেটি এখন বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। তার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করছে ক্রমাগত। তাই তাপমাত্রা না কমে উল্টে বাড়ছে।
এই নিম্নচাপের কারণে শীত না ঢুকলেও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলবর্তী সমুদ্র এলাকায় উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে আগামী কয়েক দিন মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে (Weather Update)।

কোথায় কত তাপমাত্রা আজ?
আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী (Weather Update) জানা গিয়েছে, বৃহস্পতিবার দমদমে তাপমাত্রা রয়েছে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সল্টলেকেও প্রায় একই অবস্থা, ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে জলপাইগুড়িতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছে। জলপাইগুড়িতে বৃহস্পতিবারের তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, আর মেদিনীপুরে রয়েছে ২০.২ ডিগ্রি সেলসিয়াস।













