বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো মানে যেমন শহর কলকাতা, কালীপুজো মানেই বারাসত-নৈহাটি, তেমনই জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2025) বললেই সবার আগে মনে পড়ে কৃষ্ণনগর-চন্দননগরের কথা। নিটোল মুখের বিশালাকার প্রতিমা, ডাকের সাজ আর চোখ ধাঁধানো আলোকসজ্জা, জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja 2025) এটাই তো আমেজ। তবে যারা কৃষ্ণনগর বা চন্দননগরে যেতে পারবেন না তারা কি বঞ্চিত হবেন এই আমেজ থেকে? মোটেই না। খাস কলকাতাতেই রয়েছে শতাব্দী প্রাচীন কিছু জগদ্ধাত্রী পুজো। রইল তার হদিশ।
কলকাতাতেই বহু বছর ধরে বনেদি বাড়িতে হচ্ছে জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2025)
কলেজ স্ট্রিটের এলাকার মদন গোপাল দের বাড়ির পুজো– চন্দননগর থেকে শুরু হয়েছিল এই পুজো। তবে পরিবারের পৈতৃক ভিটেতে এখনও বৈষ্ণব রীতিতে হয় জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2025)। শোনা যায়, স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন মদন গোপাল দে। প্রায় ১৩০ বছরের পুরনো এই পুজোয় এখনও চালু রয়েছে ধুনো পোড়ানোর প্রথা।

চোরবাগান মৈত্র বাটির পুজো– কথিত আছে, স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি এই বাড়ির নামকরণ করেছিলেন। মায়ের পুজো এখানে প্রায় ২৫০ বছরের পুরনো। মাঝে একবার মাত্র পুজো বন্ধ ছিল বলে শোনা যায়। এই বাড়ির পুজোয় মা জগদ্ধাত্রীর (Jagaddhatri Puja 2025) দুপাশে জয়া এবং বিজয়ার মূর্তি দেখা যায়।
শোভাবাজারের বটকৃষ্ণ পালের বাড়ির পুজো– জানা যায়, হাওড়ার শিবপুর থেকে কলকাতাও এসে ওষুধের দোকান শুরু করেন বটকৃষ্ণ পাল। প্রায় শতাব্দী প্রাচীন এই পুজোর বয়স। এখানে তামার তৈরির চালচিত্রে সোনা এবং রূপোর প্রলেপ বিশেষভাবে নজর কাড়ে।
আরও পড়ুন : শোকের ছায়া বলিউডে, দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অভিনেতা সতীশ শাহ
দুর্গাচরণ মিত্রের পুজো– এখানে দেবী জগদ্ধাত্রী (Jagaddhatri Puja 2025) পূজিত হন শাক্ত রীতিতে। আগে এখানে বলিদানের প্রথাও ছিল, যদিও বর্তমানে তা বন্ধ। সেই ১৭৫২ সালে এই বাড়িতে শুরু হয় জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2025)। এখানে মায়ের মুখের রঙ শিউলি ফুলের কাণ্ডের মতো, দেবীর বাহন সিংহও ঘোটকমুখী।
আরও পড়ুন : থিকথিকে ভিড় গঙ্গার ঘাটে, দুর্ঘটনা এড়াতে ছটে বিরাট রদবদল চক্ররেলে! কপালে হাত অফিস যাত্রীদের
ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ির পুজো– দুর্গাপুজোর জন্য জনপ্রিয় এই বনেদি বাড়িতে প্রায় ২০০ বছর ধরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। কাঠের সিংহাসনে আসীন অবস্থায় রয়েছেন মা। এখানে তান্ত্রিক মতে পুজো হয়। তবে ভোগ হয় নিরামিষ।













