এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে, করোনা ভাইরাসের জন্য সারা বিশ্ব জুড়ে এই মুহূর্তে মহামারী সৃষ্টি হয়েছে। আর এমন পরিস্থিতিতে প্রাক্তন পাকিস্তানী পেসার শোয়েব আখতার দাবি রেখেছিলেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ করার। সেই সিরিজ থেকে যে অর্থ উপার্জন হবে সেই অর্থে তুলে দেওয়া হবে দুই দেশের সরকারের হাতে, সেই অর্থ কাজে লাগবে করোনা মোকাবিলায়। কিন্তু আখতারের সেই দাবি কোনো ভাবেই মেনে নিতে পারছেন না বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব। তিনি আখতার কে কটাক্ষ করে সরাসরি জানিয়ে দিলেন ভারতের কোনো টাকার প্রয়োজন নেই।
শোয়েব আখতার জানিয়েছিলেন যে করোনা মোকাবেলায় দুই দেশের সরকারের যাতে সাহায্য হয় সেই কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ করা হবে, প্রয়োজন পড়লে স্পেশাল বিমানে ক্রিকেটারদের দুবাই উড়িয়ে নিয়ে যাওয়া হবে, তারপর সেখানে ম্যাচ হবে। কিন্তু শোয়েব আখতারের এমন বক্তব্য শোনার পর বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের বক্তব্য, “শোয়েব নিজের দাবি রাখতেই পারে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে টাকা- পয়সার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবন। তাই ক্রিকেটারদের জীবনের কথা চিন্তা করে শোয়েব আক্তারের এই প্রস্তাবের আমাদের কাছে কোন মূল্য নেই।”
কপিল দেব জানিয়েছেন এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি তাতে ক্রিকেট ম্যাচ আয়োজন করা মানে ক্রিকেটারদের জীবনের সাথে খেলা করা। তাই এই মুহূর্তে কোন প্রকার ক্রিকেট ম্যাচ আশা করাই উচিত নয়। কপিল দেব এটাই বুঝতে পারছেন না যে এই কঠিন পরিস্থিতিতে আখতার কেন এমন কথা বললেন। এছাড়া কপিল দেব মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ড করোনা মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে যে 51 কোটি টাকা দিয়েছেন সেটা নেহাতই কম নয়, তাই টাকা যোগাড় করার জন্য আলাদাভাবে ক্রিকেট ম্যাচ করার কোন প্রয়োজন নেই।