বাংলা হান্ট ডেস্কঃ ওয়ানডে, টিটোয়েন্টির পর আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ (India vs australia test series)। আর এই চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতের থেকে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। কপিল দেব জানিয়েছেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়া অনেক বেশি শক্তিশালী আর তাই এই সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টিম ইন্ডিয়াকে।
এছাড়া কপিল দেব কে প্রশ্ন করা হয় ঋষভ পন্থ নাকি ঋদ্ধিমান সাহা কাকে সুযোগ দেওয়া উচিত? এই প্রসঙ্গে কপিল দেব বলেন আমি দুজনের মধ্যে কাউকেই এগিয়ে রাখবো না। পরিস্থিতি অনুযায়ী ভারতীয় টিম ম্যানেজমেন্ট যাকে উপযুক্ত হিসেবে মনে করবেন তাকেই খেলানো উচিত।
এছাড়া কপিল দেব বলেন অস্ট্রেলিয়া ভারতের থেকে অনেক বেশি দিন রাতের টেস্ট ম্যাচ খেলেছে তাই পিঙ্ক বলে টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের অনেক বেশি। আর তাই এই সিরিজে তারা কিছুটা হলেও এগিয়ে থাকবে। অপরদিকে প্রথম টেস্ট ম্যাচ খেলে দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর বিরাট কোহলিকে ছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করা যে ভারতের পক্ষে একটু হলেও কঠিন হবে সেটাও তিনি জানিয়েছিলেন। আর এসব দিক বিবেচনা করে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন কপিল দেব।