‘প্রচার না করেও জিতে গেল’, একসময়ের ‘প্রতিপক্ষ’ মুকুল তৃণমূলে ফিরতেই আক্রমণ কৌশানির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একসময় যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিই কিনা এখন নিজের দলকর্মী। বিধানসভা নির্বাচনে তৎকালীন বিজেপির (bjp) মুকুল রায়ের (mukul roy) কাছে গোহারা হেরেছিলেন কৌশানি মুখার্জি (koushani mukherjee)। কিন্তু বিধায়ক হওয়ার পর ফের দলবদল করে তৃণমূলে (tmc) ফিরেছেন মুকুল। ফলতঃ একসময়ের প্রতিপক্ষর সঙ্গে এখন একই দলে কৌশানি।

মুকুল রায়ের তৃণমূলে প্রত‍্যাবর্তন নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে টিভিনাইন বাংলাকে তিনি বলেন, মুকুল যে তৃণমূলে ফিরবেন সেটা তাঁর মনে হয়েছিল এক সময়। জল্পনা তো চলছিলই। কৌশানির কটাক্ষ, “এটাই রাজনীতি। ছেলেকে সেফ গার্ড করা তো চলছিলই। এখন আমাদের শুধু ধৈর্য্য ধরে লক্ষ‍্য করে যেতে হবে।”


বিধানসভা নির্বাচনের আগে আগেই তৃণমূলে যোগদান করেছিলেন কৌশানি। পেয়েছিলেন ভোটে লড়ার টিকিটও। কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী করা হয়েছিল তাঁকে। প্রতিপক্ষে ছিলেন তৎকালীন বিজেপিতে থাকা মুকুল রায়। দিনরাত প্রচার করেও জিত হাসিল হয়নি কৌশানির। এই বিষয়ে অভিনেত্রীর বক্তব‍্য, মুকুল রায় জেতার পর বেশ অবাক হয়েছিলেন তিনি। তেমন ভাবে প্রচার করেননি তিনি। মানুষের কাছেও পৌঁছাননি। তা সত্ত্বেও মুকুল রায়ই জেতায় বেশ হতবাক হয়েছিলেন বলে জানান কৌশানি।

যদিও হারের ধাক্কা সামলে ফের নিজের পুরনো রূপে ফিরে এসেছেন কৌশানি। বেশ কিছুদিন পর আবারো গ্ল‍্যামারাস লুকে হাজির হয়েছেন তিনি। একটি কালো শর্ট ড্রেসে ক‍্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। যে ছবি দেখে প্রেমিক বনির মন্তব‍্য, ‘আয়ে হায়ে হিরোইন ইজ ব‍্যাক’।


কৌশানি উত্তর দিয়েছেন, ‘হ‍্যাঁ, ফিরে আসছি’। এই মন্তব‍্য দেখে অনেকেই ধন্দে পড়েছেন, তবে কি ভোটে হেরে রাজনীতিকে বিদায় জানালেন কৌশানি? উত্তর যদিও মেলেনি‌। তবে আরেকটি নতুন ছবি শেয়ার করেছেন তিনি। হলুদ শর্ট ড্রেসে বাথটাবে বসে পোজ দিয়েছেন কৌশানি।

তবে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দায়িত্বকেও দূরে সরিয়ে রাখেননি কৌশানি। নির্বাচনে হারলেও কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ নিজের উদ‍্যোগে চালু করেছেন ‘অপরাজিতা কিচেন’। লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন তিনি এই উদ‍্যোগের মাধ‍্যমে। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের অনুপ্রেরণাতেই এই কিচেন চালু করেছেন বলে জানান কৌশানি।

X