তৃণার সঙ্গে জুটি ফ্লপ, TRP পেতে নতুন সুন্দরীকে নিয়ে কামব্যাক কৌশিকের

বাংলাহান্ট ডেস্ক: অতীতের মেগা সিরিয়ালের (Serial) চিরাচরিত ভাবনায় বদল এসেছে সম্প্রতি। এক দু বছরের জায়গায় এখন এক দু মাসে সিরিয়াল শেষ হচ্ছে। টিআরপিই এখন সর্বেসর্বা। টিআরপি কম থাকলে হিট জুটির নতুন সিরিয়ালও মাস দুয়েকের বেশি টিকতে পারে না। এর সবথেকে বড় উদাহরণ কৌশিক রায় (Koushik Roy) এবং তৃণা সাহা জুটির সিরিয়াল ‘বালিঝড়’।

তৃণা কৌশিকের সিরিয়াল ‘খড়কুটো’ এমন সিরিয়াল প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। টিআরপি দীর্ঘদিন ধরে ভাল ছিল ওই মেগার। অথচ এই জুটিই বালিঝড় টেকাতে পারলেন না। সিরিয়ালটি শেষ হওয়ার পর থেকে আর কোনো সিরিয়াল সিনেমাতেই দেখা যায়নি কৌশিক অর্থাৎ সৌজন্যকে।

khorkuto

তবে খবর বলছে, আবারো স্টার জলসার পর্দাতেই ফিরতে চলেছেন কৌশিক। যিশু সেনগুপ্তের প্রযোজনায় নতুন সিরিয়ালে নায়ক হিসেবে দেখা যেতে পারে তাঁকে। বালিঝড় ফ্লপ হতেই লীনা গঙ্গোপাধ্যায়ের থেকে মুখ ফেরাতে চলেছেন তিনি।

গুঞ্জন বলছে, ইতিমধ্যেই নায়ক হিসেবে চূড়ান্ত হয়ে গিয়েছেন কৌশিক। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে সন্দীপ্তা সেনকে দেখা যেতে পারে বলে শোনা গিয়েছিল প্রথমে। তবে এও শোনা যাচ্ছে, কয়েকজন নবাগতা অভিনেত্রীও লুক টেস্ট দিয়েছেন আসন্ন এই সিরিয়ালের জন্য। যদিও পুরো বিষয়টাই এখনো রয়েছে জল্পনার স্তরে।

স্টার জলসায় ইতিমধ্যেই বেশ কিছু পুরনো সিরিয়াল শেষ হয়েছে, শুরু হয়েছে নতুন মেগা। আগামীতে গুড্ডি বা গাঁটছড়া কিংবা বাংলা মিডিয়াম এর মতো সিরিয়ালের বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবেই নতুন সিরিয়ালের জন্য স্লট খালি করা যাবে। এবার বাতিলের তালিকায় পরবর্তী নামটা রয়েছে কার তা জানতে আপাতত অপেক্ষাই করতে হবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর