বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগে পর্যন্তও জোর টক্কর চলছিল উচ্ছেবাবু আর ঋষিরাজের মধ্যে। দুজনেই হ্যান্ডসাম হাঙ্ক। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়! কিন্তু এখন দুজনেই অতীত। মহিলা মহল জুড়ে এখন শুধুই একটা নাম, অরিন্দম রায়। ‘গোধূলী আলাপ’ (Godhuli Alap) এর নায়ক। তরুণ হিরোদের ছেড়ে টুপটাপ কৌশিক সেনের (Koushik Sen) প্রেমে পড়ছেন মেয়েরা।
টিআরপি তালিকায় এখন জায়গা করতে পারেনি গোধূলী আলাপ। কিন্তু উকিল বাবু সুপারহিট। কেমন লাগছে কৌশিকের? সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, তিনি নিজে ফেসবুকে নেই। তবে তিনি শুনেছেন বিষয়টা। নিজে কোনোদিনই ‘হিরো’ ছিলেন বলে দাবি কৌশিকের। এই বয়সে এসে নতুন করে হিরো হওয়ারও ইচ্ছা নেই তাঁর। ‘ক্রাশ’ ব্যাপারটা উপভোগ করার বয়সটা চলে গিয়েছে বলে দাবি কৌশিকের।
তবুও তো মেয়েরা তাঁর প্রেমে পড়ছেন। অভিনেতার কথায়, অরিন্দম চরিত্রটি উকিল হিসাবে খুবই সফল। কিন্তু তথাকথিত হিরো নয় সে। বয়সে ছোট নোলককে বিয়ে করে বাড়িতে এনে নিজেও যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে অরিন্দম। বাড়ির লোকেরা কথা শোনাচ্ছে। বৌকে পার্টিতে নিয়ে গেলে সেখানে লোকজন আড়ালে হাসছে।
অথচ এই লজ্জা বোধের মধ্যেও বয়সে ছোট নোলকের প্রতি একটা ভাললাগা জন্মাচ্ছে অরিন্দমের। স্ত্রী এর প্রতি দায়িত্বশীল হয়ে উঠছে উকিল বাবু। সব মিলিয়ে চরিত্রটা অনেকটাই বাস্তব ধর্মী। আর পাঁচজন তথাকথিত হিরোদের মতো নয়। যে কারণে মনের দিক থেকে পরিণত অরিন্দমকে ভালবেসে ফেলেছে দর্শকরা। ‘হিরো’ নয় বলেই এই ভালবাসাটা আসছে বলে মন অরিন্দমের।
অবশ্য অন্য সিরিয়ালের নায়কদেরও উপেক্ষা করতে একেবারেই রাজি নন কৌশিক সেন। তিনি জানালেন, যে বাচ্চা ছেলেরা এখন সিরিয়ালে অভিনয় করছেন তাঁরা সকলেই খুব ভাল কাজ করছেন। সবার নাম তিনি জানেন না। তবে মাঝে মধ্যে কয়েক ঝলক দেখে খুব ভাল লেগেছে তাঁর। সুপুরুষ তো তাঁরা বটেই, অভিনেতাও ভাল। ওঁদের ক্রেজ আলাদা, বক্তব্য কৌশিকের।
এক মাস হয়ে গেল শুরু হয়েছে গোধূলী আলাপ। কিন্তু এখনো পর্যন্ত সেরা দশের তালিকায় জায়গা করতে পারেনি সিরিয়ালটা। এ প্রসঙ্গে কৌশিক জানান, তিনি শুনেছেন সিরিয়ালটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে দর্শকরা। কারোর খুব ভাল লাগছে। কারোর আবার বয়সে ছোট মেয়েকে বিয়ে করা নিয়ে আপত্তি। উপরন্তু সন্ধ্যা ছটায় সিরিয়ালটা দেখাও একটু চাপের। তবুও দর্শকদের প্রতি উকিলবাবুর অনুরোধ, পাশে থাকবেন ভালবেসে।