সরষের মধ‍্যেই লুকিয়ে ভূত! ভাইরাল অডিওতে হিরণকে ভোটে হারানোর ছক!

বাংলাহান্ট ডেস্ক: পুরসভা নির্বাচনের (Municipal Election) ফল বেরোনোর পরেই নিজের দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন হিরণ চট্টোপাধ‍্যায় (Hiran Chatterjee)। তাঁকে হারানোর জন‍্য নাকি বিজেপির অভ‍্যন্তরেই ষড়যন্ত্র করা হয়েছিল। এমনকি বিজয়ী কাউন্সিলরদের সংবর্ধনা জানানোর অনুষ্ঠানেও আসবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

এবার হিরণের অভিযোগকে সমর্থন করেই বিজেপির দিকে আঙুল তুলল তাঁর অনুগামীরা। সংবাদ মাধ‍্যম সূত্রে জানা যাচ্ছে, ফেসবুকে এমএলএ হিরণ চট্টোপাধ‍্যায় ফ‍্যান ক্লাব নামে একটি পেজে নাকি গেরুয়া শিবিরের দুই নেতার ফোনালাপের অডিও ভাইরাল করা হয়েছে।

PTI03 12 2021 000077B 1621424692875 1621424721588
অডিওতে দাবি, দুই নেতা হলেন প্রাক্তন জেলা সভাপতি সৌমেন তিওয়ারি এবং চঞ্চল কর। অডিওতে শোনা যাচ্ছে, একজন দাবি করছেন, খড়গপুরে পাঁচশো ভোটে হারবেন হিরণ। আরেকজনকে সাত আটশো ভোটেও হারিয়ে দেওয়ার দায়িত্ব নিতে শোনা যাচ্ছে।

একজন বলছেন, তিনি এর আগে একাধিক প্রার্থীকে ভোটে জিতিয়ে দিয়েছেন ওই এলাকায়। তাই হারিয়েও দিতে পারবেন। এমনকি হিরণকে হারালে পরিবর্তে দলের কোনো উঁচু পদ পাওয়া যাবে কিনা সেটা নিয়েও আলোচনা করতে শোনা গিয়েছে অডিওতে। যদিও ভাইরাল অডিওর সত‍্যতা যাচাই করেনি বাংলা হান্ট।

যদিও দুই নেতা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার ক‍রেছেন। সৌমেন তিওয়ারির মতে, গলার স্বর নকল করে এমন অডিও ভাইরাল এখন প্রায়ই হচ্ছে। আর অডিওটা যখন হিরণের ফ‍্যান পেজ থেকে ভাইরাল হয়েছে তখন বিষয়টা বিধায়কই ভাল বলতে পারবেন বলে মন্তব‍্য ক‍রেছেন তিনি।

অন‍্যদিকে চঞ্চল করের বক্তব‍্য, অডিওটা সত‍্যি কিনা তা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে যদি সত‍্যি হয়, তাহলে তাঁর প্রশ্ন, তাঁর মোবাইল ফোনটি পার্টি অফিসে হারিয়ে গিয়েছিল। সেটাকে কাজে লাগিয়েই কেউ এই কাজটি করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গত, খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হওয়ার পরেই হিরণ হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁকে হারানোর জন‍্য যাঁরা ষড়যন্ত্র করেছিলেন একে একে সব সবার নাম প্রকাশ‍্যে আনবেন। যদিও ভাইরাল অডিওটি নিয়ে কোনো মন্তব‍্য এখনো পর্যন্ত করেননি হিরণ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর