“কমলায় নেত্য করে”-র গানে জমিয়ে নাচলেন ঠাকুমা, ভাইরাল ভিডিও দেখে মাথায় হাত সবার

বাংলা হান্ট ডেস্ক: মনোরঞ্জনের জন্য গান শুনতে এবং নাচ দেখতে আমরা সকলেই ভালোবাসি। যেগুলি খুব সহজেই মনে এনে দেয় প্রশান্তি। পাশাপাশি, বর্তমান সময়ে স্মার্টফোন চলে আসায় আমরা যে কোনো জায়গায় এবং যে কোনো সময়েই নিজেদের পছন্দের সেই গান শুনতে বা নাচের পারফরম্যান্স দেখে নিতেও পারি। তবে, সম্প্রতি এমন একটি নাচের ভিডিও সামনে এসেছে যা দেখে কার্যত অবাক হয়েছেন সকলেই।

বর্তমান সময়ে “কমলায় নেত্য করে থমকিয়া থমকিয়া” গানটি শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। সর্বত্রই বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই গান। এছাড়াও, সোশ্যাল মিডিয়াতেও রীতিমত দাপিয়ে বেড়িয়েছে গানটি । এমনকি, সাধারণ মানুষদের পাশাপাশি সেলিব্রেটিরাও কোমর দুলিয়েছেন এই গানে। আর ওই ভিডিওগুলি তুমুল গতিতে ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। এক কথায়, এই গান খুব সহজেই মন জিতে নিয়েছে আট থেকে আশি সকলেরই।

সেই রেশ বজায় রেখেই এই বাংলা গানে এক বৃদ্ধার নাচের ভিডিও সামনে এল এবার। যে ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে নেটমাধ্যম আমাদের কাছে এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিনই হাজার হাজার ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি খুব সহজেই মন জিতে নেয় সবার। এই ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন বৃদ্ধা মনের সুখে নেচে চলেছেন জনপ্রিয় বাংলা গান “কমলা”-র তালে তালে। চোখে চশমা পরে রীতিমত দু’হাত তুলে কোমর দুলিয়ে নাচতে থাকেন তিনি। শুধু তাই নয়, ওই বৃদ্ধার একাধিক নৃত্যভঙ্গিও স্পষ্টভাবে দেখা গিয়েছে ভিডিওটিতে। শাড়ি পড়েই দাপটের সঙ্গে নাচতে থাকেন তিনি।

আর মোট ১৬ সেকেন্ডের এই ভিডিওটিই তুমুল গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই, ২ লক্ষ ৩৬ হাজার জন ভিডিওটি দেখে ফেলেছেন। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে লাইক এবং শেয়ারের সংখ্যাও। এছাড়াও, এই ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকরা। এদিকে, এই বয়সেও ওই বৃদ্ধা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নাচ করলেন তা দেখে ভিডিওটিকে ভালোবাসাতেও ভরিয়ে দিয়েছেন সবাই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর