অ্যাকাউন্টে ঢুকল না কৃষকবন্ধুর টাকা? কেন দেরি হচ্ছে আর কবে মিলবে জানুন

Updated on:

Updated on:

Krishak Bandhu Scheme Payment Delay Explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বহু কৃষক এখনো কৃষকবন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) টাকা পাননি। ২০২৫ সালের রবি মরসুমের জন্য টাকা দেওয়ার কাজ শুরু হলেও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও সেই টাকা ঢোকেনি। তাই স্বাভাবিকভাবেই কৃষকদের মনে প্রশ্ন উঠছে টাকা ঢোকা কি বন্ধ হয়ে গেল, না কি দেরি হচ্ছে? আসলে কী কারণে এই দেরি, আর কবে টাকা পাওয়া যেতে পারে সেটা জানাতেই আজকের এই প্রতিবেদন। যেটা নিন সবকিছু বিস্তারিত ভাবে।

কেন ধাপে ধাপে ঢুকছে কৃষকবন্ধুর (Krishak Bandhu Scheme) টাকা?

কৃষকবন্ধু প্রকল্পে (Krishak Bandhu Scheme) টাকা দেওয়ার নিয়ম পিএম কিষান প্রকল্পের মতো নয়। পিএম কিষানে আধারভিত্তিক ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হয়। তাই একদিনেই প্রায় সব কৃষক টাকা পেয়ে যান। কিন্তু কৃষকবন্ধু প্রকল্পে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড ব্যবহার করে টাকা পাঠানো হয়। এই টাকা জেলা ট্রেজারি থেকে ধাপে ধাপে ছাড় করা হয়। এই কারণে একসঙ্গে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকে না। সাধারণত রাজ্যের সব কৃষকের টাকা পৌঁছাতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে।

এখন পর্যন্ত কতজন টাকা পেয়েছেন?

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে রবি মরসুমের কৃষকবন্ধুর টাকা দেওয়া শুরু হয়েছে। ৮ ও ৯ জানুয়ারি অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তবে এখনও পর্যন্ত মাত্র ১০ থেকে ২০ শতাংশ কৃষক টাকা পেয়েছেন। এর মধ্যে শনি ও রবিবার ব্যাঙ্ক ছুটি থাকায় কাজ কিছুটা ধীরে হয়েছে। সোমবার থেকে ব্যাঙ্কের কাজ স্বাভাবিক হয়েছে। তাই আবার দ্রুত টাকা ঢোকা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

নিজের স্ট্যাটাস কীভাবে বুঝবেন?

টাকা পাবেন কি না, তা জানতে নিজের স্ট্যাটাস জানা খুব জরুরি। কিভাবে বুঝতে পারবেন তা নিম্নে উল্লেখ করে দেওয়া হল।

Account Valid : এর মানে আপনার সব তথ্য ঠিক আছে।
আপনি টাকা পাবেন, শুধু একটু অপেক্ষা করতে হবে।

Deleted Farmer / Blank : এর মানে আপনার আবেদনে সমস্যা আছে বা নাম বাদ পড়েছে। এর জন্য দ্রুত স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করে কাগজ জমা দিতে হবে।

জেলাভিত্তিক কি নির্দিষ্ট দিন আছে?

অনেকে জানতে চান কোন জেলায় কবে টাকা ঢুকবে? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আসলে জেলা বা ব্লক অনুযায়ী কোনো নির্দিষ্ট দিন ঠিক করা থাকে না। যে কোনও জেলার কৃষক যেকোনো দিনে টাকা পেতে পারেন। তাই নির্দিষ্ট তারিখের অপেক্ষা না করে নিয়মিত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করাই সবচেয়ে ভালো।

বকেয়া টাকা পাওয়া যাবে কি?

এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কৃষকবন্ধু প্রকল্পে (Krishak Bandhu Scheme) যদি কোনও মরসুমে টাকা মিস হয়ে যায়, তাহলে সাধারণত পরে সেই বকেয়া টাকা আর দেওয়া হয় না। এই কারণে নিয়মিত স্ট্যাটাস চেক করা খুব দরকার।

Krishak Bondhu payment stuck here's an easy way to check the status online

আরও পড়ুনঃ SIR বিতর্কে বিস্ফোরক অভিযোগ, ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ ইস্যুতে কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের

যদি আপনার স্ট্যাটাসে Account Valid লেখা থাকে, তাহলে চিন্তার কিছু নেই। সরকারি ছুটি আর ধাপে ধাপে পেমেন্টের জন্য একটু দেরি হচ্ছে মাত্র। খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকবন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।