দীর্ঘসূত্রিতা! কেন আদালতের রায় এখনও কার্যকর হয়নি? রাজ্যের বিরুদ্ধে দায়ের হল অবমাননার মামলা

Published on:

Published on:

calcutta high court(4)

বাংলা হান্ট ডেস্কঃ ফের এক মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে রাজ্য সরকার। তিন বছর আগে দেওয়া হাইকোর্টের রায় কেন এখনও কার্যকর হয়নি? এবার সেই প্রশ্ন তুলে মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। ‘কৃষি বিকাশ শিল্প কেন্দ্র’এর পূর্বের মামলার প্রেক্ষিতে এই অবমাননার মামলা দায়ের হয়েছে।

মূল ঘটনা:

১৯৮০’র দশকে গড়ে ওঠা ‘কৃষি বিকাশ শিল্প কেন্দ্র’ নামের এক স্বেচ্ছাসেবক সংগঠন রাজ্যের গ্রামাঞ্চলে কৃষি উন্নয়ন, পরিবার পরিকল্পনা, টিউবওয়েল স্থাপন ও জলসেচের মতো প্রকল্প বাস্তবায়নে বড় ভূমিকা পালন করত। কেন্দ্রীয় সরকারের ‘২০ দফা কর্মসূচি’ বাস্তবায়নে কাজ করেছিল এই স্বেচ্ছাসেবক সংগঠন।

সংস্থার দাবি ছিল, এতদিন এই সংস্থায় যারা কাজ করেছেন, তাঁদের সরকারি চাকরিতে নিয়োগ করা হোক অথবা সংস্থাকে অধিগ্রহণ করে সরকার যেন সংগঠনের কর্মীদের সুরক্ষা দেয়। সংস্থার আরও দাবি ছিল, সরকারি আধিকারিকদের একাধিক চিঠিতে তাদের কাজের প্রশংসা করা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দফতরের তরফেও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছিল।

কিন্তু পরবর্তীকালে সেই অবস্থান বদল হয়। ২০১৫ সালে সরকার জানায়, এই সংস্থাকে কখনও সরকারি ভাবে স্বীকৃতিই প্রদান করা হয়নি। কর্মীদের সরকারিভাবে নিয়োগ করা বা সংস্থাকে অধিগ্রহণ করার বিষয় অস্বীকার করা হয়। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা হয়।

সেই মামলাতেই ২০২২ সালের আগস্ট মাসে হাই কোর্ট রায় দেয়, সরকার বারবার প্রশংসা করেছে, স্বীকৃতি না দিলেও তার দায় অস্বীকার করা উচিৎ নয়। সরকারের আচরণ নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। বলা হয় সরকারের আচরণ বিশ্বাসযোগ্য ও ধারাবাহিক হওয়া উচিৎ। ৪০ বছর আগে নেওয়া অবস্থান পুরোপুরি অস্বীকার করা যায়না। পাশাপাশি সরকার এভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না।

সমস্ত দিক বিবেচনা করে হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয়, মামলাকারী সংস্থাটির দাবিগুলি খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে মুখ্যসচিব বা অন্য উচ্চপদস্থ আধিকারিকদের দিয়ে তদন্ত করানোর নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। আদালত জানায়, যদি তদন্তে সংস্থার দাবিগুলি যথাযথ প্রমাণিত হয়, তবে সংস্থাকে অনুদান দেওয়া এবং সংস্থার কর্মীদের কিংবা তাঁদের উত্তরসূরিদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্যকেই।

calcutta high court

আরও পড়ুন: ‘ছাত্রনেতার’ বিরুদ্ধে অভিযোগ দায়ের, AI করা ভাইরাল নগ্ন ছবি কাণ্ডে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে রাজন্যা

অভিযোগ, হাইকোর্ট রায় দেওয়ার তিন বছর পরও রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করেনি। এই অভিযোগ তুলেই আদালত অবমাননার মামলা করে ওই সংস্থা। এই মামলায় বিচারপতি শুভেন্দু সামন্ত এবং বিচারপতি অনিরুদ্ধ রায় রাজ্যকে ৩০ জুনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এবার সেই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা।