Ekchokho.com 🇮🇳

স্থায়ীকরণের দাবিতে দীর্ঘ আন্দোলন! অবশেষে মিলবে সুখবর? নতুন আশায় কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কর্মীরা

Updated on:

Updated on:

Krishi Bikash Shilpa Kendra employees may get good news.

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! নতুন আশায় কার্যত বুক বাঁধছেন রাজ্যের কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের (Krishi Bikash Shilpa Kendra) কর্মরত প্রায় ৬,৫০০ অস্থায়ী কর্মী। মূলত, কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কর্মীদের স্থায়ীকরণের বিষয়ে দীর্ঘদিনের যে দাবি রয়েছে এবং সেই সংক্রান্ত যে ধারাবাহিক আন্দোলন চলে আসছে তা এবার সাফল্যের কাছাকাছি পৌঁছেছে বলেই অনুমান করা হচ্ছে।

আশায় বুক বাঁধছেন রাজ্যের কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের (Krishi Bikash Shilpa Kendra) কর্মীরা:

প্রসঙ্গত উল্লেখ্য যে, ৮০-র দশকে শুরু হওয়ার কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের (Krishi Bikash Shilpa Kendra) কর্মীরা বিগত বেশ কয়েক বছর ধরেই স্থায়ীকরণের বিষয়ে আন্দোলনে নিয়োজিত রয়েছেন। এদিকে, আদালতের রায় সংশ্লিষ্ট কর্মীদের অনুকূলে হওয়া সত্বেও বিষয়টিতে রাজ্য সরকারের স্থবিরতার কারণে কোনও সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

Krishi Bikash Shilpa Kendra employees may get good news.

 

যদিও, এবার সংগঠনের (Krishi Bikash Shilpa Kendra) সভাপতি তরুণ ব্যানার্জীর নেতৃত্বে চলতে থাকা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাড়া দিতে ইচ্ছুক রাজ্য সরকার। শুধু তাই নয়, ইতিমধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে সংগঠনের সভাপতি তরুণ ব্যানার্জি আগামী সোমবার (৭ জুন, ২০২৫) রাজ্য সরকারের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে পারেন।

আরও পড়ুন: যেকোনও সময় ঘটবে পরিবর্তন! পাকিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন আসিম মুনির? হইচই পড়শি দেশে

প্রসঙ্গত উল্লেখ্য যে, গ্রামোন্নয়নের স্বার্থে কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আসছেন। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ২০ দফা কর্মসূচির অঙ্গ হিসেবে কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের (Krishi Bikash Shilpa Kendra) আত্মপ্রকাশ ঘটেছিল। এর আগে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট একাধিকবার সংশ্লিষ্ট কর্মীদের পক্ষে নির্দেশ জারি করে।

আরও পড়ুন: ৩ বছরের মধ্যেই…..আম্বানিকে টক্কর দিতে এই সেক্টরে প্রবেশ করছেন আদানি, মিলল বড় আপডেট

তবে, আদালত রায় দিলেও কর্মীদের স্থায়ীকরণের বিষয়টিতে আদৌ কোনও বিবেচনা করা হয়নি। এমতাবস্থায়, বিগত কয়েক দশক ধরে আন্দোলনের রেশ বজায় ছিল। তবে, এবার এই প্রসঙ্গে আলোচনায় রাজি হয়েছে রাজ্য সরকার। যার পরিপ্রেক্ষিতে কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের (Krishi Bikash Shilpa Kendra) হাজার হাজার কর্মীরা আলোচনার মাধ্যমে যাতে ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন।