১৪ বছরের অপেক্ষার অবসান! এবার কৃষ্ণনগর থেকে এই রুটে ছুটবে ট্রেন, ভোটের আগেই নয়া চমক রেলের

বাংলাহান্ট ডেস্ক : কৃষ্ণনগর- আমঘাটায় দীর্ঘ ১৪ বছর পর গড়াল ট্রেনের চাকা। এতদিন পর লোকাল ট্রেন দেখতে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। একটা সময় রেলপথ ছিল কৃষ্ণনগর- স্বরূপগঞ্জের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি তখন সেই ন্যারোগেজ লাইনকে ‘ব্রডগ্রেজ’ করার ঘোষণা করেন।

অবশেষে সেই কাজ সম্পন্ন হয়েছে। শিলান্যাসের পর বিভিন্ন কারণে বারবার কাজ থমকে যায়। দীর্ঘদিন এই লাইনের ট্রেন চলাচল বন্ধ থাকার পর রেলের পক্ষ থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় কৃষ্ণনগর থেকে আমঘাটা প্রায় ৯ কিলোমিটার রেলপথে। এই লক্ষ্যে জোরকদমে কাজ শুরু করা হয়। রেলের পক্ষ থেকে তৎপরতার সাথে কাজ শুরু করা হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল সংশয়।

আরোও পড়ুন : নদী থেকে মিলছে সোনা, রুপো, তামা..! অবাক করা কাণ্ড জলপাইগুড়িতে…

কিছু বছর আগেও রেল এই তৎপরতা দেখিয়ে কাজ শুরু করেছিল। তবে মাঝপথে ফের থমকে গিয়েছিল কাজ। তবে রেল বদ্ধপরিকর ছিল এবার এই লাইনে ট্রেন ছোটানো হবেই। পূর্ব পরিকল্পনা মতো কৃষ্ণনগর-আমঘাটা লাইনের ৯ কিলোমিটার রেল পথে দীর্ঘদিন পর গত ২৭শে মার্চ গড়াল ট্রেনের চাকা। ব্রডগ্রেজের ট্রেন চলতে দেখে উৎফুল্ল স্থানীয় বাসিন্দারা।

sp 841408640 2ro8b1 thumbnail.jpg

১১টি বগি বিশিষ্ট একটি লোকাল ট্রেন গত বুধবার দুপুর ৩ টে ৩০ মিনিটে পৌঁছায় আমঘাটা রেল স্টেশনে। সেই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছিল আমঘাটা স্টেশনকেও। ট্রায়াল হিসেবে এদিন এই লোকাল ট্রেনটি চালানো হয়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই লাইনে যাত্রী পরিষেবা শুরু হবে। এমনকি রেল এও জানিয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত লাইনে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর