নদী থেকে মিলছে সোনা, রুপো, তামা..! অবাক করা কাণ্ড জলপাইগুড়িতে…

বাংলাহান্ট ডেস্ক : করলা থেকেই মিলছে সোনা, রুপো, তামা! কিন্তু কীভাবে সম্ভব? যদিও এ করোলা সবজি নয়, নদী। হ্যাঁ শুনতে অবাক লাগলেও বাস্তবেই ঘটেছে এই ঘটনা। এই কাণ্ডকে ঘিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে জলপাইগুড়িতে। নদীর বুক চিড়ে বালির পরিবর্তে মিলছে কয়েন-সহ মূল্যবান সব ধাতু!

শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে করলা নদী। ঠিক তার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে অপর একটি নদী তিস্তা। জলপাইগুড়ি শহরের এই দুই নদীতে ছিপ কিংবা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য হামেশাই দেখা যায়। কিন্তু একি কাণ্ড ! জলে নেমে আবর্জনা আর মাটি সংগ্রহে ব্যস্ত এলাকার অসংখ্য মানুষ। এমন কাণ্ড-কীর্তি দেখে হতবাক অনেকেই।

এই ঘটনার সাক্ষী জলপাইগুড়ি শহরের বাবুঘাটে। করলা নদীতে নেমে জল থেকে কড়াই, ঝুড়িতে করে নদী থেকে মাটি তুলে আনছেন বহু মানুষ। তাদেরকে প্রশ্ন করতেই তাঁরা জানান, পয়সা তুলছি আর সোনা খুঁজছেন। এটাই তাঁদের রুটি-রুজি। দেখা যাচ্ছে সারাদিন করলা নদীর বিভিন্ন ঘাট থেকে এভাবে পাথর, নুড়ি সংগ্ৰহ করার ধুম লেগে গিয়েছে। অবশ্য তাদের এই কষ্ট ব্যর্থ হচ্ছে না।

আরোও পড়ুন : এবার আরোও আরামে ট্রেন চালাবেন চালক-গার্ডরা! পূর্ব রেলের লোকালেও আসছে AC কেবিন

সেখান থেকে মিলছে এক ও দু’ টাকার কয়েন। কোথাও কিছু লোহাও মিলেছে বলে খবর। কিন্তু প্রশ্ন হল কোথা থেকে মিলছে এই ধাতুগুলি? স্থানীয়দের অনুমান, প্রতি বছর করলা নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন হয়। প্রতিমার গাঁয়ে বিভিন্ন লোহার সামগ্রী থেকে শুরু করে অনেক সময়ই কিছু রুপোর জিনিস আবার কোথাও সোনাও থাকে। প্রতিমা বিসর্জনের পর সেগুলিই মিশে যায় নদীর মাটির সঙ্গে।

আরোও পড়ুন : বোরখা ছেড়ে বিকিনি! বিশ্বসুন্দরীর মঞ্চে এই প্রথম মুসলিম দেশের প্রতিনিধি

এরপর সেইসব জিনিসই সংগ্ৰহ করে থাকেন অনেকে। এভাবেই নদী থেকে মিলছে বহু মূল্যবান এই ধাতুগুলো। এতেই তাঁদের জীবিকা নির্বাহ হয়। এই কান্ড দেখে অনেকের কৌতুহলী মনে প্রশ্ন জেগেছে, তবে এভাবে রোজ-ই কি সোনা মেলে? এই প্রশ্ন শুনে মুচকি হেসে তাঁদেরই একজন  জানান, রোজ সোনা মেলে না ঠিকই তবে মা করলা কোনওদিন খালি হাতে ফেরাননি।

1606317850 5fbe771a090bf karala

তাঁদের বিশ্বাস, করলার আশীর্বাদেই তাঁদের সংসার এখনও বেঁচে রয়েছে। স্থানীয়দের একাংশ জানান, এদের  পূর্ব পুরুষেরাও এই কাজের সঙ্গেই যুক্ত ছিলেন। বছরের পরে বছর ধরে নদী থেকে এইসব জিনিস সংগ্রহ করেই চলছে তাদের পরিবার। তাই সারাদিন কঠোর পরিশ্রম করে করলা নদী থেকে মূল্যবান ধাতু কিংবা কয়েন সংগ্রহ করাই তাঁদের মূল জীবিকা। যা বছরে পর বছর অনেকেই করে চলেছেন।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর