বাংলাহান্ট ডেস্ক: তাঁকে নিয়ে অনেক সমালোচনা, অনেক ট্রোল, অনেক ঠাট্টা, তামাশা। কটুক্তি শুনে শুনে ক্লান্ত হন না তিনি। আইনি ঝামেলায় জড়িয়েও আবার একই কাণ্ড ঘটান তিনি। তিনি কামাল আর খান (Kamal R Khan), যিনি বেশি পরিচিত কেআরকে (Krk) নামে। নিজেকে ফিল্ম সমালোচক বলে পরিচয় দেন তিনি। তবে আর বেশিদিন নয়। বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে, ঘোষনা করলেন কেআরকে।
বলিউডে থেকেও বলিউডের নিন্দা করার কোনো সুযোগ ছাড়েননি কামাল আর খান। প্রতি মুহূর্তে বলিউড তারকদের ঠুকে ঠুকে টুইট করাটা রীতিমতো স্বভাব বানিয়ে ফেলেছিলেন তিনি। সলমন খান থেকে শুরু করে আমির খান, শাহরুখ খান, মনোজ বাজপেয়ী, বরুন ধাওয়ান, কিয়ারা আডবানী, দিশা পাটানি কেউ বাদ যাননি কেআরকের নিশানা থেকে।
তবে তাঁর বিশেষ ‘প্রিয়’ (নাকি অপ্রিয়) ছিলেন সলমন খান। কারণে অকারণে নাম না করে ‘বুড়ো’ বলে কটাক্ষ ছুঁড়তেন কেআরকে। আইনি ঝামেলাতেও জড়িয়েছেন এর জন্য। কিছুদিন চুপচাপ থাকলেও ফের স্বমহিমায় এসেছেন তিনি। তবে এবার তিনি নিজেই বিদায় জানানোর কথা ঘোষনা করলেন।
সম্প্রতি এক টুইটে কেআরকে জানান, তিনি ফিল্ম সমালোচকের কাজ থেকে অবসর নিচ্ছেন। তবে যেতে যেতে শেষ ঘা টা মেরেই যাবেন। আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র রিডিউ দিয়ে তবেই তিনি অবসর নেবেন বলে জানান তিনি। টুইটে কেআরকে লিখেছেন, ‘আশা করি বলিউডের লোকজন এটা শুনে খুব খুশি হবে যে, ‘লাল সিং চাড্ডা’ই হবে শেষ ছবি যেটার রিভিউ আমি দেব। সবাইকে ধন্যবাদ যারা গত ৯ বছর ধরে আমার পাশে থেকেছেন।’
KRK #TheBrand is the last KHAN super star in the Bollywood. No other Khan will become superstar ever in the future.
— KRK (@kamaalrkhan) August 2, 2022
Hope all the Bollywood people will be very happy after hearing this that #LaalSinghChaddha will be the last film, which I will review. Thank you to all the people, who supported me during last 9years!
— KRK (@kamaalrkhan) August 2, 2022
অপর একটি টুইটে কেআরকে লিখেছেন, ‘কেআরকে দ্য ব্র্যান্ড বলিউডের শেষ খান সুপারস্টার। ভবিষ্যতে আর কখনো কোনো খান সুপারস্টার হতে পারবে না।’ উল্লেখ্য, কেআরকের শেষ রিভিউ দেওয়া ছবি হল রণবীর কাপুরের শামশেরা। চরম নিন্দা করে তিনি বলেছিলেন, আলিয়া ভাটের জন্য এই দুর্দশা হয়েছে রণবীরের। আমিরের কপালে এবার কী নাচছে সেটাই দেখার অপেক্ষা।