বাংলাহান্ট ডেস্ক: সলমন খান (salman khan) ও কামাল আর খানের (kamal r khan) বিবাদের কথা কারোরই অজানা নয়। বহু ছবিরই সমালোচনা, প্রশংসা করে থাকেন এই স্বঘোষিত ফিল্ম সমালোচক। তবে কোনো এক অজ্ঞাত শত্রুতার কারণে বেছে বেছে ভাইজানের ছবিগুলিরই তীব্র নিন্দা করেন কেআরকে। রাধে, অন্তিম দুটি ছবিরই সমালোচনা করেছিলেন তিনি। এমনকি রাধের রিভিউয়ের পর কেআরকে কে মানহানির মামলার নোটিসও পাঠিয়েছিলেন সলমন।
তারপর থেকেই যেন আরো বেশি করে ভাইজানের সঙ্গে ‘পাঙ্গা’ নিতে শুরু করেছেন কেআরকে। সম্প্রতি সাপের কামড় খাওয়া নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সলমন। জন্মদিনের ঠিক আগে আগে সাপে কাটে তাঁকে। দুশ্চিন্তা ঘিরে ধরেছিল সল্লু অনুরাগীদের। অপরদিকে বিষয়টাকে রসিকতার পর্যায়ে নিয়ে চলে গিয়েছিলেন কেআরকে।
সলমনের নাম না করে কেআরকে টুইটে লেখেন, ‘সাপটা নিজের কাজ তো ঠিকই করেছিল। কিন্তু বেচারা নিজেই মরে গেল! কারণ অন্যজনের মধ্যে বিষের পরিমাণ আরো বেশি ছিল।’ টুইটটি ভাইরাল হতে সময় লাগেনি। যতই নাম না করে টুইট করুন না কেন, সলমন অনুরাগীদের হাত থেকে রেহাই পাননি কামাল আর খান।
একজন লিখেছেন, ‘বিষ তো আপনার মধ্যে ভরপুর রয়েছে। যে ভাবে মানুষের ব্যথা, দুর্ঘটনা নিয়ে আপনি মজা করেন, আল্লাহকে তো ভয় পান!’ আরেকজনের কটাক্ষ, ‘অন্যজনের কষ্টে যে ভাবে আপনি আনন্দ পাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে যে কী ধরনের মানুষ আপনি। সত্যি বলতে আপনি মানুষ নন। একই ভাবে কষ্ট আপনাকেও পেতে হবে।’
Ye baat aapki achchi nahi lagi. Mujhe lagta hai Aapko kisi ka is tarah mazaak nahi udaana chahiye.
— Sai (@saiyedanzarimam) December 27, 2021
সোমবার ৫৬ তে পা দিয়েছেন সলমন। অনুরাগীদের ভয় কাটিয়ে তিনি জানান, সাপ ফার্ম হাউসের একটি ঘরে ঢুকে এসেছিল। বাচ্চারা তাতে ভয় পেয়ে যায়। তাই একটি লাঠি দিয়ে সাপটিকে তুলে তিনি বাইরে ফেলে দিতে যান। কিন্তু লাঠি বেয়ে ধীরে ধীরে সাপটি সলমনের হাতে উঠে আসে। সঙ্গে সঙ্গে অন্য হাত দিয়ে সাপটিকে চেপে ধরেন তিনি।
এদিকে শোরগোল শুনে ততক্ষণে ছুটে এসেছেন ফার্ম হাউসের কর্মীরা। তারা সাপটিকে বিষধর ভেবে আরো চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। এত গণ্ডগোলের মাঝে সাপটি তিন তিনবার ছোবল মারে ভাইজানের হাতে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সাপটিকেও সঙ্গে নিয়ে যাওয়া হলে জানা যায় যে সেটি বিষধর নয়। ইঞ্জেকশন নিয়ে ছয় ঘন্টা হাসপাতালে থাকার পর রবিবার সকালে ছাড়া পান সলমন।