ফ্লপ হওয়া থেকে বাঁচতে অক্ষয়ের রাস্তা ধরেছেন, শাহরুখের ‘মিথ‍্যে’ দেশপ্রেম নিয়ে তুলোধনা কেআরকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিগত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় ট্রেন্ডিং শাহরুখ খানের (Shahrukh Khan) নাম। দীর্ঘ চার বছর পর বড়পর্দায় কামব‍্যাকের খবর ঘোষনা করেছেন তিনি। দেশপ্রেম উসকে দেওয়া টিজার মুক্তি পেলেও ছবির জন‍্য এখনো অবশ‍্য প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু সবার থেকে কিং খান যে শুধু অভ‍্যর্থনাই পাচ্ছেন এমনটা কিন্তু নয়। শাহরুখকে রীতিমতো ট্রোল করেছেন কামাল আর খান (Kamal R Khan)।

বিভিন্ন বলিউড তারকাকে নিয়ে কটাক্ষ করে সংবাদ শিরোনামে উঠে আসেন কেআরকে। তাঁর প্রায় প্রতিটি টুইট নিয়ে বিতর্ক তৈরি হয় সোশ‍্যাল মিডিয়ায়। বলিউডে থেকেও এই ইন্ডাস্ট্রির প্রতি বিষ উগরে দেন এই স্বঘোষিত ফিল্ম সমালোচক। শাহরুখের ‘পাঠান’ও বাঁচলো না তাঁর আক্রমণ থেকে।


টুইটে অক্ষয় কুমারের সঙ্গে তুলনা করে শাহরুখকে তুলোধনা করেছেন কেআরকে। তিনি লিখেছেন, ‘এবার আক্কির দেশপ্রেমের ভূত শাহরুখের মাথাতেও চেপেছে। তাই এবার উনি দেশকে বাঁচাতে চলেছেন। কী হাস‍্যকর! আপনারা কি মজা করছেন? শাহরুখের যদি দেশকে বাঁচাতেই হয় তবে সীমান্তে গিয়ে চিনা সেনাদের সঙ্গে লড়াই করুন। সিনেমাহলে মিথ‍্যে জ্ঞান দিয়ে কিছু হবে না।’

আসলে অক্ষয়ের বেশিরভাগ ছবিতেই দেশপ্রেম ভরপুর থাকে। কেশরি থেকে শুরু করে এয়ারলিফট বা সাম্প্রতিক সূর্যবংশী সবেতেই দর্শকদের মনে দেশপ্রেম উসকে দেওয়ার মতো গল্প ছিল। এর জেরে কেআরকের কাছে বহুবার ট্রোল হয়েছেন অক্ষয়। কামাল আর খানের দাবি, শাহরুখও ফ্লপ হওয়ার থেকে বাঁচার জন‍্য আক্কির রাস্তা ধরেছেন।

কেআরকে অবশ‍্য শাহরুখ ভক্তদের হাত থেকে বাঁচতে পারেননি। তাদের বক্তব‍্য, টিজার থেকে নেতিবাচক করছেন কামাল আর খান। কিন্তু এই ছবি বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দেবে। আরেকজন পালটা ‘নগণ‍্য ফিল্ম সমালোচক’ বলে কটাক্ষ করেছেন কেআরকে কে।


প্রসঙ্গত, গত মঙ্গলবার, ২ রা মার্চ পাঠানের টিজার প্রকাশ‍্যে আনেন বাদশা। আগামী বছর ২৫ জানুয়ারি পর্দায় ফিরবেন তিনি। আর ফিরবেনও কিং খানের মতোই। অন্তত টিজারে তো তেমনি আভাস মিলল। দেশপ্রেম উসকে দিয়ে ঠিক প্রজাতন্ত্র দিবসের আগের দিনটাই নিজের ছবির জন‍্য বুক করে নিয়েছেন শাহরুখ।

সম্পর্কিত খবর

X