বাংলাহান্ট ডেস্ক: পরিবারের সদস্যদের মধ্যে কুৎসিত ঝগড়া বিবাদের জেরে চর্চায় উঠে এল বলিউভ অভিনেতা গোবিন্দার (govinda) নাম। ভাগ্নে জনপ্রিয় কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেকের (krushna abhishek) সঙ্গে তাঁর শত্রুতা দীর্ঘদিনের। সম্প্রতি সে তিক্ততা আর ব্যক্তিগত পর্যায়ে না থেকে একেবারে হাটের মাঝে এসে দাঁড়িয়েছে। গোবিন্দা পত্নি হুঙ্কার দিয়েছিলেন, ক্রুষ্ণার মুখদর্শনও আর করতে চান না। এবার সেই মন্তব্যের পালটা জবাব দিলেন অভিনেতা।
বছর কয়েক আগেই মামা গোবিন্দা ও ভাগ্নে ক্রুষ্ণার মধ্যেকার বিবাদ প্রকাশ্যে আসে। ২০১৮ তে ক্রুষ্ণার স্ত্রী কাশ্মীরা শাহ একটি টুইট করেছিলেন। সেখানে ‘যারা টাকার জন্য নাচে’ তাদের উদ্দেশে কটাক্ষ ছুঁড়েছিলেন তিনি। গোবিন্দা পত্নি সুনীতা ভেবে বসেন এই টুইট তাঁর স্বামীকে উদ্দেশ্য করেই করা। এরপর থেকেই সম্পর্ক তলানিতে যাওয়া শুরু।
সম্প্রতি কপিল শর্মা শোয়ের একটি এপিসোডে গোবিন্দা ও সুনীতার আসার খবর পেয়ে সংশ্লিষ্ট এপিসোডে পারফর্ম না করার সিদ্ধান্ত নেন ক্রুষ্ণা। খবর পেয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন মামি সুনীতা। গোবিন্দার ভাগ্নের প্রতি তীব্র কটাক্ষ শানিয়ে তিনি বলেন, “তিন বছর আগেই আমি বলেছিলাম যতদিন আমি বেঁচে আছি ততদিন এই ঝামেলা মিটবে না। পরিবারকে কখনো অসম্মান করার অধিকার নেই তোমার। আমরা ওদের ভরনপোষন করেছি, ওদের টাকায় আমরা খাই না। এই ঝামেলা কোনোদিন মিটবে না আর ওর মুখদর্শন করতে চাই না আমি।”
যদিও মামির এই মন্তব্যের উত্তরে পালটা আক্রমণ শানাতে দেখা যায়নি ক্রুষ্ণাকে। বরং গণেশ চতুর্থীর দিনে সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি চাই গণপতি জি এই সমস্যারও সমাধান করে দিক। যতই নিজেদের মধ্যে ঝামেলা হোক না কেন আমরা একে অপরকে ভালবাসি। তাই চাই যেন দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যায়।”